কুমিল্লা-৬
(আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী
মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন
মোহাম্মদের পক্ষে শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী সামাজিক কার্যক্রম,
গণসংযোগ ও উঠান বৈঠকে অংশগ্রহণ করেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর
নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।
এদিন আদর্শ সদর উপজেলার
২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বদরপুর এলাকায় একটি নির্বাচনী
অফিস উদ্বোধন করেন, উদ্বোধন শেষে স্থানীয় জনগণের সঙ্গে গণসংযোগ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন নায়েবে আমীর গিয়াস উদ্দিন
আযম শাহ, সহকারী সেক্রেটারি আবুল কাশেম শামীম, ইউনিয়ন কর্ম ও শূরা সদস্য
মাওলানা আশরাফুল ইসলাম, ৯নং ওয়ার্ড সভাপতি মো. ইসরাফিল আলম, ৯নং ওয়ার্ড
সেক্রেটারি মো. হাসান আলীসহ খোকন, মো. সোহেল ও মো. মামুন প্রমুখ।
উদ্বোধনী
বক্তব্যে অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন বলেন, এটি শুধু দাঁড়িপাল্লার
নির্বাচনী অফিস নয়, এটি সমাজ সংস্কার ও আল্লাহর জমিনে আল্লাহর আইন
বাস্তবায়নের একটি কেন্দ্র। তিনি যুব সমাজকে বিপথগামীতা থেকে রক্ষা করতে
জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের কর্মীদের ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ানোর
আহ্বান জানান। তিনি আরও বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা এবং সমাজ
পরিবর্তনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
