শুক্রবার
২৬ ডিসেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর শিবরামপুর সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যাগে আলোর মেলায় প্রায় ২
হাজার প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে
প্রাক্তন শিক্ষক ও বিদ্যালয় প্রতিষ্ঠাতার মরণোত্তর, গুণীজনের মাঝে সম্মাননা
ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে এলাকাবাসীর মনোরঞ্জনের জন্য
এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোর মেলা অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম। প্রধান
আলোচক হিসাবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ
সানোয়ার জাহান ভূইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক, বিমান বাংলাদেশ
এয়ারলাইনস এবং যুগ্ম সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের
যুগ্ম সচিব বদরুল হাসান লিটন, আইসিটি ডিভিশন ডাক ও টেলিযোগাযোগ
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলাম রিপন, ডিআইজি মিয়া মাসুদ করিম,
অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম মশিউজ্জামান, গণপূর্ত অধিদফতরের নির্বাহী
প্রকৌশলী মোঃ হাসি নুর রহমান, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর
হোসেন, বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
বিদ্যালয়ের নিয়মিত দাতা সদস্য বিশিষ্ট সমাজ সেবক নজরুল ইসলাম ভূইয়া এবং
অনুষ্ঠান পরিচালনা করেন যৌথভাবে আনোয়ার জাহান ভূইয়া, গাজী নুর আলম ও রায়হান
শিপু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মোস্তফা কামাল। আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মুফতি আবুল হোসাইন,
দারোগা মোঃ জসিম উদ্দিন, আব্দুল আলিম সর্দার প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ও সহযোগিতায় ছিলেন সোহেল রানা ভূইয়া, বিল্লাল হোসেন।
মরণোত্তর
সম্মাননা ক্রেষ্ট পেলেন প্রতিষ্ঠাতা মরহুম আঃ হাকিম খন্দকার,দাতা সদস্য
হিসেবে ক্রেষ্ট পেলেন বিশিষ্ট সমাজ সেবক নজরুল ইসলাম ভূইয়া আরো সম্মাননা
পেলেন বীর মক্তিযোদ্ধা শাহজাহান শানু, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন,
আক্তার হোসেন। ১৯৫৫ সাল থেকে এপর্যন্ত জীবিত ও মৃত সকল শিক্ষকদের স্বজনদের
মাঝে সম্মাননা ক্রেশ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন বহু শিক্ষার্থী এবং
এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গও বক্তব্য রাখেন। তাছাড়া অনুষ্ঠানে এলাকার
গন্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রাক্তন
শিক্ষার্থীদের পদচারণায় শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা উৎসব মূখর ও প্রাণবন্ত
হয়।
