আগামী
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে
যাচ্ছে কবি ও গীতিকার লায়লা আরজুমন শিউলীর লেখা মোট আটটি নতুন গ্রন্থ।
কাব্য, গীতিকাব্য ও শিশুতোষ ছড়ার বই নিয়ে এবারের বইমেলায় পাঠকের সামনে
হাজির হচ্ছেন এই বহুমাত্রিক লেখক। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) কবির সঙ্গে
আলাপকালে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কবি লায়লা আরজুমন শিউলী জানান,
আসন্ন বইমেলায় তাঁর ২টি কাব্যগ্রন্থ, ৩টি গীতিকাব্য এবং ৩টি শিশুদের ছড়ার
বই প্রকাশ পাবে। ইতোমধ্যে গ্রন্থগুলোর প্রকাশনা-সংক্রান্ত প্রায় সব
প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নতুন প্রকাশিতব্য কাব্যগ্রন্থ দুটি হলো “জলের
ছায়ায় জল জোছনা” ও “শ্রাবণ মেঘের জল”। গীতিকাব্য তিনটি হচ্ছে “আমার গানের
স্বরলিপি”, “পল্লী বাঁকে বাঁকে” এবং “প্রণয়ের সুর সুরভি”। এছাড়া শিশুদের
জন্য প্রকাশিতব্য ছড়ার বই তিনটি হলো “রঙিন প্রজাপ্রতি”, “ঘাস ফড়িংয়ের দেশে”
এবং “হলদে ফুলের বন”।
এর আগে কবি লায়লা আরজুমন শিউলীর লেখা ৬টি
কাব্যগ্রন্থ, ৪টি গীতিকাব্য, ২টি উপন্যাস, ১টি বাংলা ছড়ার বই এবং ১টি
ইংরেজি ছড়ার বই প্রকাশিত হয়েছে। সাহিত্যচর্চার পাশাপাশি সংগীতাঙ্গনেও তিনি
সক্রিয়। আধুনিক, দেশাত্মবোধক, ফোক ও বিষয়ভিত্তিক গান রচনায় তিনি বিশেষভাবে
পরিচিত। তাঁর লেখা প্রতিটি গানের সুর তিনি নিজেই করে থাকেন।
আসন্ন
বইমেলা নিয়ে আশাবাদ ব্যক্ত করে কবি বলেন, শিশুদের জন্য প্রকাশিত ছড়ার
বইগুলোতে ছড়ার পাশাপাশি শিশু উপযোগী ও আকর্ষণীয় ছবি সংযোজন করা হয়েছে, যা
শিশুদের পড়ার আগ্রহ বাড়াবে। একই সঙ্গে কবিতা ও অন্যান্য গ্রন্থ সময়োপযোগী
হওয়ায় পাঠকের চাহিদা পূরণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বইমেলা ২০২৬-এ
কবি লায়লা আরজুমান শিউলীর নতুন এই আটটি গ্রন্থ পাঠকমহলে উল্লেখযোগ্য আগ্রহ
সৃষ্টি করবে বলে মনে করছেন সাহিত্য সংশ্লিষ্টরা।
