আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ (সদর–সদর দক্ষিণ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ-এর পক্ষে দাঁড়িপাল্লা প্রতিকের দুর্গাপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন দলটির নায়েবে আমীর এ. কে. এম. এমদাদুল হক মামুন।
মঙ্গলবার ৩নং দক্ষিণ দুর্গাপুর মডেল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খেতাসার এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় নায়েবে আমীর এ. কে. এম. এমদাদুল হক মামুন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামী নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের ভোট ও সমর্থন নিয়ে সংসদে গিয়ে মানুষের অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করবে জামায়াতে ইসলামী।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম, কেন্দ্র পরিচালক তারিকুল ইসলাম লিটন, ৮নং ওয়ার্ড সভাপতি মাওলানা শামসুল হক, ৮নং ওয়ার্ড সেক্রেটারি কাজী বাসেক, জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম, রবিউল হাসান, মোক্তার হোসেন, মোবারক হোসেন, মেহেদী হাসান, ৬নং ওয়ার্ড সেক্রেটারি আবুল হাসেম, আব্দুল আউয়াল, বাবুল মিয়া, হাজী আলী আশরাফ, নাজমুল হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।
