রোববার ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২
৬-৭ হাজার শিক্ষার্থীর মিলনমেলায় উৎসবমুখর
বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের ৪০ বছর পূর্তিতে রুবি জয়ন্তী উদযাপন
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১২:১৩ এএম |



স্মৃতি, আনন্দ আর বন্ধুত্বের পুনর্মিলনে মুখর হয়ে উঠেছিল কুমিল্লার বুড়িচং উপজেলা সদর। ঐতিহ্যবাহী এরশাদ ডিগ্রি কলেজের ৪০ বছর পূর্তি উপলক্ষে শনিবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য রুবি জয়ন্তী উৎসব।
কলেজ প্রাঙ্গণ ও সংলগ্ন ফুটবল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৬-৭ হাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থীর অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বহু বছর পর একে অপরের সঙ্গে দেখা, স্মৃতিচারণ, আড্ডা ও আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে রুবি জয়ন্তী যেন পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। অনুষ্ঠানের আয়োজন করে কলেজ প্রতিষ্ঠাতা মরহুম অধ্যাপক মোঃ ইউনুস এমপি ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ সানোয়ার জাহান ভূইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও যুগ্ম সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বদরুল হাসান লিটন, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান এবং ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি এবং আইসিটি ডিভিশন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলাম রিপন। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন রুবি জয়ন্তী আয়োজক কমিটির সদস্য সচিব মোঃ কামাল হোসেন ও মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ ইউনুস এমপি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাজমুল হাসান শাহীন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের অধ্যক্ষ মুহাম্মদ দেলোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের বিএনপির ধানের শীর্ষ প্রতীকের এমপি প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিন। এছাড়া শুভেচ্ছা জানান উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান, এবি (আমার বাংলাদেশ) পার্টির কুমিল্লা-৫ আসনের এমপি প্রার্থী ব্যারিস্টার যোবায়ের হাসান ভূইয়া, জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট ড. মোবারক হোসাইন, অধ্যাপক মোঃ ইউনুস এমপি ফাউন্ডেশনের জেলা কমিটির সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ একলাস উদ্দিন ভূইয়াসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ সময় কলেজ প্রতিষ্ঠাতা মরহুম অধ্যাপক মোঃ ইউনুস এমপিকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি সাবেক ও বর্তমান শিক্ষকমণ্ডলী এবং কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এছাড়া অধ্যাপক মোঃ ইউনুস এমপি ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থদের আর্থিক সহায়তা এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে -মনিরুল হক চৌধুরী
খেলার মাঠে মৃত্যুর কোলে ক্রিকেট কোচ জাকি
যে মাঠে মৃত্যু সেই মাঠেই জানাজা
আসিফের আবেগঘন পোস্ট
চান্দিনায় মনোনয়ন বঞ্চিত শাওনের পক্ষে মহাসড়কে বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দেশের প্রথম বাইক ট্র্যাক ট্রেইল রেস হলো কুমিল্লার লালমাই পাহাড়ে
কুমিল্লা বিএনপি ‘বাঁচাতে’হাজী ইয়াছিনের অনুরোধ
বাবার সমাধির সামনে জলভরা চোখে তারেক রহমান
জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
হাদি হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় ইনকিলাব মঞ্চের দোয়া ও বিক্ষোভ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২