চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে ভয়াবহ আগুনে পাঁচটি দোকান ভস্মীভূত এবং সাব্বির আহমেদ (১৪) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম।
মৃত কিশোর সাব্বির সুবিদপুর পশ্চিম ইউনিয়নের তালতলা এলাকার আরিফ মিয়ার ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. কামরুল হাসান।
তিনি
জানান, স্থানীয় জয়নাল আবেদীনের দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের
সূত্রপাত হয়। এ দোকানটিতে মুদি মালের পাশাপাশি জ্বালানি তেলও বিক্রি করা
হতো। শর্ট সার্কিট থেকে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।
ভেতরে থাকা দোকানের কর্মীরা বের হওয়ার চেষ্টা করলেও পারেননি। সেখানেই দগ্ধ
হয়ে মারা যায়।
