আট ঘণ্টা বন্ধ থাকার পর
শনিবার সকাল ৬টা থেকে চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন
কুয়াশার কারণে এই নৌপথে শুক্রবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়
বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। রাত ১০টার পর চাঁদপুর থেকে ছেড়ে যায়নি কোন
যাত্রীবাহীলঞ্চও।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর হরিনা ফেরিঘাট ম্যানেজার ফয়সাল আলম চৌধুরী।
বিআইডব্লিউটিসি
সূত্র জানায়, শুক্রবার রাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। একপর্যায়ে রাত ১০টার
দিকে কুয়াশার তীব্রতা বেড়ে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট
হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাঝনদীতে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল
বন্ধ ঘোষণা করে। এতে চাঁদপুর ও শরীয়তপুরের ফেরিঘাটের দুইপাশে যাত্রীবাহী
বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে। কুয়াশার ঘনত্ব কমে গেলে
পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বাবু
লাল বৈদ্য বলেন, ‘শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে নৌযান চলাচল বন্ধ হয়ে
যায়। হঠাৎ করে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেছে। এই কারণে ঢাকা চাঁদপুর,
ভোলা বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়।’
