রোববার ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২
মোহামেডান, ফর্টিজের ড্র; ফকিরেরপুলের জয়
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১২:০৭ এএম আপডেট: ২৮.১২.২০২৫ ১২:৪০ এএম |



 মোহামেডান, ফর্টিজের ড্র; ফকিরেরপুলের জয়
বাংলাদেশের ফুটবল লিগে আজ চারটি ম্যাচ। কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর মধ্যকার ম্যাচটি চলছে। অন্য তিন ভেন্যুতে তিন ম্যাচের মধ্যে দুটি ড্র ও একটিতে জয়-পরাজয় নিষ্পত্তি হয়েছে। 
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জের বিপক্ষে ১-১ ড্র করেছে মোহামেডান। ২৪ মিনিটে সলোমন কিংয়ের বাড়ানো বল গোল করেন নেপালি ডিফেন্ডার লিম্বু। ৬২ মিনিটে উজেবিকস্তানের মিডফিল্ডার মোজাফফরভের পাস থেকে গোল করেন ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটেং। আট ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে ষষ্ঠ স্থানে মোহামেডান, সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় রহমতহঞ্জ।
দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও ফর্টিজের ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়েছে। ব্রাদার্স ম্যাচে লিড নেয়। ফর্টিজের পা ওমার পেনাল্টি থেকে ম্যাচে সমতা আনেন। এই ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে ফর্টিজ দ্বিতীয় ও ৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ব্রাদার্স।
দিনের অন্য আরেক ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পিডব্লিউডিকে ২-১ গোলে হারিয়েছে ফকিরেরপুল। বেন ইব্রাহিম ও আরিয়ান হোসেনের গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফকিরেরপুল। ৫০ মিনিটে শিহাব মিয়া লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় ফকিরেরপুল। শেষ দিকে মিনহাজুল স্বাধীন পেনাল্টি থেকে ব্যবধান কমায়। শেষ পর্যন্ত দশ জনের ফকিরেরপুলই জয় নিয়ে মাঠ ছাড়ে। এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে ফকিরেরপুল রেলিগেশন এড়িয়ে অষ্টম স্থানে। পিডব্লিউডি ৭ পয়েন্টে নেমে নবম স্থানে। সবার তলানিতে আরামবাগ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে -মনিরুল হক চৌধুরী
খেলার মাঠে মৃত্যুর কোলে ক্রিকেট কোচ জাকি
যে মাঠে মৃত্যু সেই মাঠেই জানাজা
আসিফের আবেগঘন পোস্ট
চান্দিনায় মনোনয়ন বঞ্চিত শাওনের পক্ষে মহাসড়কে বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দেশের প্রথম বাইক ট্র্যাক ট্রেইল রেস হলো কুমিল্লার লালমাই পাহাড়ে
কুমিল্লা বিএনপি ‘বাঁচাতে’হাজী ইয়াছিনের অনুরোধ
বাবার সমাধির সামনে জলভরা চোখে তারেক রহমান
জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
হাদি হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় ইনকিলাব মঞ্চের দোয়া ও বিক্ষোভ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২