
ছয়
বল করলেন, তার মধ্যে পাঁচটিতেই পড়ল উইকেট! ইন্দোনেশিয়ার ২৮ বছর বয়সী
ডানহাতি পেসার গেদে প্রিয়ান্দানা প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক
টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়লেন। আজ (মঙ্গলবার) কম্বোডিয়ার বিপক্ষে এই
অভূতপূর্ব ঘটনা ঘটেছে।
ইন্দোনেশিয়ার ১৬৭ রান তাড়া করতে নেমে ১৫তম ওভারে
কম্বোডিয়া বিধ্বস্ত হয়। তখন তাদের রান ছিল ৫ উইকেটে ১০৬। নিজের প্রথম
ওভারে প্রিয়ান্দানা প্রথম তিন বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন। চতুর্থ বলটি
ডট দেন, তারপর বাকি দুটি উইকেটও তুলে নেন তিনি। ওই ওভারে শেষ দুটি উইকেট
হারানোর মাঝে ওয়াইড থেকে এক রান নেয় কম্বোডিয়া। ৬০ রানে হারে তারা।
এর
আগে প্রিয়ান্দানা ওপেনিংয়ে নেমে ১১ বলে ৬ রান করেন। আরেক ওপেনার ধর্ম
কেসুমা ৬৮ বলে ৮ চার ও ৬ ছয়ে ১১০ রানে অপরাজিত থেকে বড় অবদান রাখেন।
আন্তর্জাতিক
মঞ্চে এমন কীর্তি প্রথমবার হলেও পুরুষ টি-টোয়েন্টিতে দুইবার হয়েছে।
২০১৩-১৪ মৌসুমে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে
আবাহনীর বিপক্ষে এক ওভারে পাঁচ উইকেট নেন আল আমিন হোসেন। কর্ণাটকের
অভিমন্যু মিথুন ২০১৯-২০ মৌসুমের সৈয়দ মুশতাক আলী ট্রফির সেমিফাইনালে এক
ওভারে হরিয়ানার পাঁচ ব্যাটারকে সাজঘরে পাঠান।
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সবচেয়ে বেশি চারবার উইকেট পড়ার ঘটনা ঘটেছে ১৪ বার। তবে এই প্রথমবার পড়ল পাঁচ উইকেট।
