ফেডারেশন
কাপে আজ (মঙ্গলবার) একটি ম্যাচই ছিল। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত
স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডানের মধ্যকার ম্যাচে জেতেনি কেউই।
খেলাটি গোলশূন্য ড্র হয়েছে।
মোহামেডান ও বসুন্ধরা কিংস দুই দলই গোলের
একাধিক সুযোগ পেয়েছিল। ম্যাচের প্রথমার্ধে মোহামেডানের জালে বলও পাঠিয়েছিল
বসুন্ধরা কিংস। ৪৫ মিনিটে বাঁ প্রান্ত থেকে ফয়সাল আহমেদ ফাহিমের বাড়ানো বলে
রাকিব হোসেন প্লেসিংয়ে গোল করেন। রাকিব যখন বল স্পর্শ করেন তখন তিনি
মোহামেডানের ডিফেন্ডারদের থেকে সামনে দাঁড়িয়ে থাকায় আগেই অফসাইডের পতাকা
তুলে ধরেন সহকারী রেফারি।
কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টন আজ
খেলেননি। তার অনুপস্থিতি মাঠে বেশ প্রভাব পড়েছে। কিংস অনেক আক্রমণ করলেও
ফিনিশিং দুর্বলতা ছিল প্রচুর। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সংঘবদ্ধ আক্রমণ করেও
কিংস গোল পায়নি। এতে অবশ্য মোহামেডানের গোলরক্ষক সুজনেরও কৃতিত্ব রয়েছে।
ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ মিস করেছে মোহামেডানই। নির্ধারিত ৯০ মিনিট শেষে
চতুর্থ রেফারি ৬ মিনিট ইনজুরি সময় দেখান। ইনজুরি সময়ে কাউন্টার অ্যাটাকে
রহিম উদ্দিন একা বল নিয়ে কিংসের বক্সে প্রবেশ করেন। তিনি শট নেওয়ার মতো
পজিশনে থাকলেও সতীর্থ স্যামুয়েল বোয়েটাংয়ের জন্য বল বাড়িয়ে দেন। বোয়েটাং
সেই বল ধরতে পারেননি। কিংসের ডিফেন্ডার তপু বর্মণ ক্লিয়ার করেন।
আজকের
ড্রয়ে মোহামেডান ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বি গ্রুপের দ্বিতীয় স্থানে।
ফর্টিজেরও সমান ৫ পয়েন্ট। গোল ব্যবধানে তারা এগিয়ে থাকায় শীর্ষে। বসুন্ধরা
কিংস দুই ম্যাচে দুই পয়েন্টে টেবিলের চতুর্থ স্থানে। বসুন্ধরা কিংস দুই
মাসের বেশি সময় পর ফেডারেশন কাপের ম্যাচ খেলল। অক্টোবরে চ্যালেঞ্জ লিগের
ম্যাচের আগে ফেডারেশন কাপে খেলেছিল। বি গ্রুপের অন্য দুই দল পুলিশ দুই
ম্যাচে ৩ পয়েন্টে তৃতীয় ও আরামবাগ দুই ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়ায় সবার
নিচে রয়েছে। গ্রুপের শীর্ষ দুই দল পরবর্তী রাউন্ডে খেলবে।
ঘরোয়া ফুটবলে
মোহামেডান-কিংস ম্যাচ মানেই উত্তেজনা। মৌসুমের প্রথম ম্যাচ চ্যালেঞ্জ কাপের
ভেন্যু নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। শেষ পর্যন্ত কুমিল্লার অপ্রস্তুত মাঠেই
খেলা হয়। ওই ম্যাচে কিংস জয়লাভ করে। এরপর লিগের ম্যাচের আগের দিন কিংসে
অনুশীলন করতে না পারায় মোহামেডান প্রশ্ন তুলেছিল। ওই ম্যাচে মোহামেডান ২-০
গোলে হারে। ১৬ ডিসেম্বর ছিল ফেডারেশন কাপে দুই দলের ম্যাচ। কুমিল্লায় বিজয়
দিবস উপলক্ষ্যে স্থানীয় প্রশাসনের আনুষ্ঠানিকতা থাকায় খেলাটি জাতীয়
স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। নিরাপত্তা বিবেচনায় দর্শকশূন্য খেলা
আয়োজনের উদ্যোগ নিলেও মোহামেডান আপত্তি জানায়। এতে খেলা বডিলি শিফট হয়ে আজ
নির্ধারিত হয়।
