বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫
১০ পৌষ ১৪৩২
ব্রাহ্মণপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ দুইজন গ্রেপ্তার
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:২০ এএম আপডেট: ২৪.১২.২০২৫ ১:০৬ এএম |


  ব্রাহ্মণপাড়ায় আন্তঃজেলা ডাকাত  দলের প্রধানসহ দুইজন গ্রেপ্তারইসমাইল নয়ন।। 
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান মোঃ আলমগীর ও তার সহযোগী মোঃ বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে সহকারী পুলিশ সুপার মোঃ শাহীন এর নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম এর তত্ত্বাবধানে ও থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ মেহেদী হাসান জুয়েল এর নের্তৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকায় অভিযান চালিয়ে আলমগীর ও বিল্লালকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ আলমগীরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, মাদকসহ ২১টি মামলা রয়েছে। অপরদিকে তার সহযোগী মোঃ বিল্লাল হোসেনের বিরুদ্ধে রয়েছে ১৫ টি মামলা। আলমগীর দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সরদার হিসেবে সক্রিয় ছিল বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৩টার দিকে উত্তর চান্দলা এলাকার বাসিন্দা আবুল কালামের বাড়িতে সংঘটিত একটি ডাকাতির ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকার, বেন্ডার মেশিন ও মোবাইল ফোন লুট করা হয়। ঘটনার পরপরই ব্রাহ্মণপাড়া থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্ত করে ধারাবাহিক অভিযান শুরু করে। এই ডাকাতির ঘটনায় জড়িত এ পর্যন্ত মোট ৬ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আলমগীর, রয়েল ও বিল্লালসহ তাদের সহযোগীরা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল বলে পুলিশ জানিয়েছে। ডাকাত দলের প্রধান আলমগীর গ্রেফতার হওয়ার খবরে মাধবপুরসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, আলমগীর ও তার সহযোগীদের চুরি ও ডাকাতির কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসী আতঙ্ক ও অতিষ্ঠতার মধ্যে দিন কাটাচ্ছিল। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছেন দেড় লক্ষাধিক নেতা-কর্মী
কুমিল্লা ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিন আজ
ফাজিল স্নাতক পরীক্ষায় বই দেখে লেখার অভিযোগ, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
দুই হাত না থাকলেও পা দিয়ে লিখে স্বপ্নে অটল আরশাদুল
ব্রাহ্মণপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ দুইজন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মনোনয়ন ফরম সংগ্রহ ঠিক হয়নি বললেন- সাবেক মেয়র সাক্কু
আড্ডার ঘরে রক্তের দাগ
আপনি যতবড় নেতাই হন তারেক রহমানের কাছে একজন কর্মী ছাড়া কিছুই না: জাকারিয়া সুমন
কুমিল্লায় বিএনপিতে যোগদানের পরদিন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুমিল্লায় বিএনপির প্রস্তুতি সভা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২