ইসমাইল নয়ন।।
জন্ম
থেকেই নেই দুই হাত। তবুও জীবনযুদ্ধে হার মানেনি প্রতিবন্ধী শিশু আরশাদুল
ইসলাম। অদম্য ইচ্ছাশক্তি আর পড়াশোনার প্রতি প্রবল আগ্রহই তার বেঁচে থাকার
একমাত্র আশার আলো। পা দিয়েই লিখে, খায়, দৈনন্দিন কাজ চালিয়ে যাচ্ছে সে।
স্বপ্ন একটাই, লেখাপড়া শেষ করে ভালো একটি চাকরি করে নিজের পায়ে দাঁড়ানো।
আরশাদুল
ইসলাম প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে এবার মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার
অপেক্ষায়। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের ৮ নম্বর
ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় নানাবাড়িতে বসবাস করছে সে। বাবা নেই, মা-ও তার
কাছে থাকেন না। নানীর কাছেই বড় হচ্ছে আরশাদুল। আর্থিক অনটনের কারণে তার
পড়াশোনা বারবার বাধাগ্রস্ত হচ্ছে।
গতকাল ২৩ ডিসেম্বর ব্রাহ্মণপাড়া
উপজেলার সিদলাই গ্রামে আরশাদুলের বাড়িতে যান উপজেলা নির্বাহী অফিসার
মাহমুদা জাহান। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা,
লেখাপড়ার বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতেও তার লেখাপড়ার
জন্য সার্বিক সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন তিনি। এ সময় আরশাদুল, তার
নানী ও মামাকে শিশুটির স্বপ্ন পূরণে যত্নশীল হতে উৎসাহিত করা হয়। প্রয়োজনীয়
কিছু উপকরণসহ আর্থিক সহায়তা পেয়ে মহাখুশি আরশাদুল। কী চাও, এমন প্রশ্নে সে
জানায়, কিছুই চাই না। অল্পতেই তুষ্ট এই শিশুর চোখেমুখে শুধু স্বপ্নের আলো।
শারীরিক
প্রতিবন্ধকতাকে জয় করে আরশাদুলের ইচ্ছাশক্তির জোরে তার স্বপ্নগুলো পূরণ
হোক এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। উপজেলা প্রশাসন জানিয়েছে, আরশাদুলের পাশে
তারা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
