বিএনপির
ভাইসচেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুমিল্লায়
প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) কুমিল্লা দক্ষিণ
জেলা বিএনপি ও কুমিল্লা মহানগর বিএনপির যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি
মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও
দলের জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের
সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের
উপদেষ্টা ও কুমিল্লা সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখার কথা ছিল বিএনপি’র চেয়ারপার্সনের
উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন। এছাড়াও সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির
জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হাজী মোস্তাক
মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মোহাম্মদ জসিম
উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, সাধারণ সম্পাদক
ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক
কামরুল হুদা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং
অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা।
অনুষ্ঠানে নেতারা তারেক রহমানের
স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, দলীয় কর্মসূচি ও
জনসম্পৃক্ততা জোরদারের বিষয়ে আলোচনা করেন। এ সময় তৃণমূল নেতাকর্মীদের
ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়।
সভাটি সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম (ভিপি ওয়াসিম)।
এদিকে
সভা চলাকালে প্রথমে ব্যবহৃত ব্যানারে হাজী আমিনুর রশিদ ইয়াছিনের নাম না
থাকায় পরবর্তীতে ব্যানার পরিবর্তন করা হয়েছে এমন ঘটনা দলীয় অঙ্গনে আলোচনা
সৃষ্টি করেছে।
