নিজস্ব
প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিন
জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের মনোনীত প্রার্থী জাকারিয়া
তাহের সুমন সভাপতির বক্তব্যে বলেছেন, আমরা অনেক ভাইকে পছন্দ করি; আমাদের
অনেক ভাই থাকবে সেটা অন্য জিনিস। কিন্তু তারেক রহমান নিয়ে কোন কথা শুনতে
রাজি না। যদি দল করেন তাহলে তারেক রহমান সাহেবের আর নেত্রী বেগম খালেদা
জিয়া এর বেশি কোন কথা নাই। বাদ বাকি আপনি যত বড় নেতাই হন আপনি কিছুই না
একজন কর্মী ছাড়া। আমি নিজেকে একজন কর্মী মনে করি। এরচেয়ে বেশি কিছুই না।
কোন ব্যক্তি দলের উপরে না। আমাদের মধ্যে অবশ্যই প্রতিযোগীতা থাকবে। কিন্তু
শেষ কথা হলো তারেক রহমানের সিদ্ধান্তের উপরে কোন কথা নেই। যদি দল করতে চান
তাহলে মনে রাখবেন কথা গুলো। দলের বদনাম কেউ সহ্য করবে না। আমরা দলের মধ্যে
ঐক্য চাই। ভিন্ন মত থাকবে কিন্তু সম্মান রাখতে হবে। কাউকে ভাল বাসলে অন্য
কাউকে গালি দিতে হবে এমন কোন কথা নাই। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) কুমিল্লা
দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির আয়োজনে তারেক রহমানের স্বদেশ
প্রত্যাবর্তনের প্রস্তুতি সভায় সভাপতির বক্তৃতায় কুমিল্লা দক্ষিণ জেলা
বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথি
ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। সভায় বিশেষ অতিথি
ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা
বিভাগ) হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব
হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি
আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির
সিনিয়র যুগ্ম সম্পাদক কামরুল হুদা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ
জাহাঙ্গীর আলম এবং অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা। সভাটি সঞ্চালনা করেন
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম
(ভিপি ওয়াসিম)।
