কুমিল্লা
ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী দিন আজ।
কুমিল্লা ক্যাডেট কলেজের খেলার মাঠে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার
এডমিরাল মাসুদ ইকবাল উপস্থিত থাকার কথা রয়েছে।
মঙ্গলবার দুপুর ২ টা ৩০
মিনিটে কুমিল্লা ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী
অ্যাথলেটদের মাঠে প্রবেশের মধ্য দিয়ে সমাপনী দিনের শুরু হবে। এর আগে অতিথি ও
অভিভাবকবৃন্দ তাদের নির্ধারিত আসন গ্রহণ করবেন। শুরুতেই থাকবে
ক্রীড়াবিদদের মার্চপাস্ট। এরপরও জ্যেষ্ঠদের ১১০ মিটার হার্ডেল্স, কনিষ্ঠদের
২০০ মিটার স্প্রিন্ট, জ্যেষ্ঠদের ৪*৪০০ মিটার রিলে অনুষ্ঠিত হবে। পরে কলেজ
কর্মকর্তা ও অনুষদ সদস্য বৃন্দ বনাম অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের রশি
টানাটানি, অন্যান্য বিশেষ ইভেন্টস সহ পুরস্কার বিতরণী ও প্রধান অতিথির
ভাষণ শেষে অনুষ্ঠানটি সমাপ্তি হবে।
