বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫
১০ পৌষ ১৪৩২
বিপিএলে একই দলে খেলবেন বাবা-ছেলে
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:০৬ এএম আপডেট: ২৪.১২.২০২৫ ১:০৫ এএম |


 বিপিএলে একই দলে খেলবেন বাবা-ছেলে

ছেলে হাসান ইসাখিলসহ আফগানিস্তান জাতীয় দলে একসঙ্গে খেলার লক্ষ্যের কথা জানিয়েছিলেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবি। সেটি কিছুটা কঠিন মনে হলেও, বিপিএলে নবির সেই লক্ষ্যের কিছুটা পূরণ হতে পারে। কারণ নবি ও তার ছেলেকে স্কোয়াডে নিয়েছে বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। অভিজ্ঞ আফগান তারকাকে তারা আগেই নিয়েছিল, এবার ঘোষণা দিলো হাসানকে নিয়ে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। প্রথমবার বিপিএলে অংশ নিতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিটি নবি ও হাসান ইসাখিলের একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছে, ‘বাপে-হোলায় নোয়াখালী চলি আইছেরে...এক্সপ্রেস স্কোয়াডে স্বাগতম হাসান ইসাখিল।’
১৯ বছর বয়সী ওপেনার হাসান ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন। পরবর্তীতে ওয়ানডে ফরম্যাট থেকে এখনই অবসর না নেওয়ার ব্যাখ্যায় মোহাম্মদ নবি বলেন, ‘(ছেলের সঙ্গে জাতীয় দলে খেলা) এটি আমার স্বপ্ন। আশা করি এটি পূরণ হবে। সে খুব ভালো করছেৃসে অনেক পরিশ্রমী এবং আমি তাকে এই কাজে চাপ প্রয়োগ করি। আমি চাই সে তার নিজের লক্ষ্য স্থির করুক। উচ্চতর পর্যায়ের ক্রিকেটার হতে হলে, তাকে পরিশ্রম করতেই হবে। যখনই তার সঙ্গে আমার কথা হয়, আমি তার আত্মবিশ্বাস যোগানোর চেষ্টা করি।’
এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া হাসান ইসাখিল প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছেন। এখন পর্যন্ত তিনি ৩০টি টি-টোয়েন্টিতে ৭৩৪ রান করেছেন ২৭ গড় এবং ১২৪ স্ট্রাইকরেটে। এ ছাড়া প্রথম শ্রেণিতে ৪ এবং লিস্ট এ শ্রেণির ৫টি ম্যাচ খেলেছেন হাসান। যেখানে ডানহাতি এই ব্যাটার যথাক্রমে ৪৭ এবং প্রায় ৫০ গড়ে রান করেছেন।
এদিকে, বিপিএল নিলামের দিন চারেক পর ৪০ বছর বয়সী তারকা মোহাম্মদ নবিকে দলে ভেড়ানোর কথা জানায় নোয়াখালী। বয়সের অঙ্কটা ছুটতে থাকলেও, পারফরম্যান্সে তার ছাপ পড়তে দেন না এই আফগান তারকা। তাই তো বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার এখনও চাহিদা রয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৬ ডিসেম্বর বিপিএলের পর্দা উঠবে। সেদিন চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে নোয়াখালী এক্সপ্রেস। 
নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড : হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি ও হাসান ইসাখিল।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছেন দেড় লক্ষাধিক নেতা-কর্মী
কুমিল্লা ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিন আজ
ফাজিল স্নাতক পরীক্ষায় বই দেখে লেখার অভিযোগ, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
দুই হাত না থাকলেও পা দিয়ে লিখে স্বপ্নে অটল আরশাদুল
ব্রাহ্মণপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ দুইজন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মনোনয়ন ফরম সংগ্রহ ঠিক হয়নি বললেন- সাবেক মেয়র সাক্কু
আড্ডার ঘরে রক্তের দাগ
আপনি যতবড় নেতাই হন তারেক রহমানের কাছে একজন কর্মী ছাড়া কিছুই না: জাকারিয়া সুমন
কুমিল্লায় বিএনপিতে যোগদানের পরদিন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুমিল্লায় বিএনপির প্রস্তুতি সভা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২