নিজস্ব
প্রতিবেদক।। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননারঅভিযোগ এনে গার্মেন্টস
শ্রমিক দিপু চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়াসহ সারাদেশে হত্যা ও
ধর্ষণ, ধর্মীয় উপাসনালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ এবং সংখ্যালঘুদের ওপর
সাম্প্রদায়িক সংহিসতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠিত
হয়েছে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।
২২ ডিসেম্বর সোমবার বিকেল ৪টায়
কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে সংখ্যালঘু ঐক্য মোর্চার কুমিল্লা
জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু
বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায় এর
সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান
ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী ও
যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বিকাশ চন্দ্র সাহা, বাংলাদেশ পূজা উদযাপন
ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহবায়ক শ্রী শ্যামলকৃষ্ণ সাহা, বাংলাদেশ পূজা
উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক অচিন্ত্য দাশ টিটু ও
সহ-সভাপতি দীলিপ কুমার নাগ কানাই, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা
মহানগর শাখার যুগ্ম আহবায়ক ডাঃ বনশ্রী সাহা ও সদস্য সচিব সঞ্জিত দেবনাথ,
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার আহবায়ক
কমল চন্দ খোকন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ কুমিল্লা ব্যুরো চীফ দীলিপ
মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার
আহবায়ক পরিমল চন্দ্র রায় ও যুগ্ম আহবায়ক স্বপন চন্দ্র দেবনাথ, বাংলাদেশ যুব
ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উল্লাস দে প্রমুখ। ওই
সমাবেশে অংশ নেন- কুমিল্লার সনাতনী সমাজ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সমগ্র
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ
কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মধুসূদন বিশ্বাস লিটন।
সভায়
বক্তারা- ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ এনে নির্দোষ দিপু
চন্দ্র দাস (২৮) নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুনে পুড়িয়ে মারার সাথে জড়িতদের চিহ্নিত
করাসহ দেশের প্রতিটি হত্যাকাণ্ড, বাড়িঘর ও উপাসনালয় ভাংচুর, হামলা ও
অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী
জানান।
