নিজস্ব
প্রতিবেদক।। বিএনপির দলীয় মনোনয়নপত্র বঞ্চিত হয়ে কুমিল্লার তিনটি আসনে
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিদ্রোহী তিন
প্রার্থী। কুমিল্লা-১, কুমিল্লা-২ ও কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনয়ন
প্রত্যাশী হলেও দলীয় মনোনয়ন না পেয়ে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে
নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন। তাদের পক্ষে সমর্থকরা রিটার্নিং ও
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
যদিও
দলীয় মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা এখনও ঘোষণা হয়নি। তবুও নিজেদের
অবস্থান স্পষ্ট করতে ও নির্বাচনী মাঠে শক্তি প্রদর্শনে বিদ্রোহী প্রার্থীরা
মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জেলা ও উপজেলা রিটার্নিং ও সহকারী রিটার্নিং
কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কুমিল্লা-১ (দাউদকান্দি
ও মেঘনা) আসন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির উত্তর জেলা শাখার সাবেক
সভাপতি ওবায়দুল হক ভূঁইয়া। দলীয় মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির
সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বিদ্রোহী প্রার্থী হিসেবে
প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র এ প্রার্থী। রবিবার জেলা প্রশাসক ও
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময়
তার সঙ্গে তার নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
একইদিন কুমিল্লা-২ (হোমনা ও
তিতাস) আসন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইঞ্জিনিয়ার এম এ মতিন খান। তিনি বেগম
খালেদা জিয়ার সাবেক এপিএস ছিলেন। রবিবার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ
আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক
অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে কুমিল্লা-৯
(লাকসাম-মনোহরগঞ্জ) আসন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য কর্নেল
এম আনোয়ারুল আজীমের কন্যা সামিরা আজিম দোলা। গত বৃহস্পতিবার লাকসাম উপজেলা
নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে
মনোনয়নপত্র সংগ্রহ করেন সমর্থকরা। এ আসনে বিএনপি মনোনীত কেন্দ্রীয়
সাংগঠনিক সম্পাদক (শিল্প বিষয়ক) আবুল কালামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন
তিনি।
এদিকে এ আসন থেকে আরও এক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র
সংগ্রহ করবেন বিএনপির সাবেক সংসদ সদস্য এটিএম আলমগীরের ছোট ভাই ডঃ একেএম
জাহাঙ্গীর। আগামী ২৭ ডিসেম্বর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র
সংগ্রহ করবেন বলে নিশ্চিত করেছেন।
একই আসনে দলীয় প্রার্থী ও বিদ্রোহীদের
প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনী সমীকরণ জটিল করবে বলে ধারণা বিএনপি নেতাদের।
চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার আগেই এমন মনোনয়নপত্র সংগ্রহ বিএনপি অঙ্গনে
নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তাই নির্বাচন ঘিরে কুমিল্লার তিনটি আসনে
রাজনৈতিক তাপমাত্রা ক্রমেই বাড়ছে।
