তরিকুল ইসলাম তরুন:
ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসন (লালমাই ও লাঙ্গলকোট) থেকে একমাত্র
নারী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি নেত্রী মিসেস সোহানা
সুলতানা শিউলী। গতকাল বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা
প্রশাসক মু. রেজা হাসানের কাছ থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র
সংগ্রহ করেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, মিসেস সোহানা সুলতানা শিউলী বর্তমানে কুমিল্লা-১০ আসনে বিএনপির একমাত্র নারী নেত্রী ও মনোনয়ন প্রত্যাশী।
মনোনয়নপত্র
সংগ্রহকালে উপস্থিত ছিলেন লাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন বিএনপির প্রচার
সম্পাদক মোঃ মোহসীন হোসেন টিটু, রায়কোট ৩ নম্বর ইউনিয়ন বিএনপির সহ-ছাত্র
বিষয়ক সম্পাদক সুমন মজুমদার, বিএনপি নেতা মোঃ নুরুল হকসহ দলের স্থানীয়
নেতৃবৃন্দ। এ সময় কুমিল্লা জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট
মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের
সঙ্গে আলাপকালে মিসেস সোহানা সুলতানা শিউলী বলেন, বিএনপি থেকে মনোনয়ন পেয়ে
নির্বাচিত হতে পারলে কুমিল্লা-১০ আসনকে একটি আধুনিক ও উন্নয়নমুখী মডেল
সংসদীয় আসনে রূপান্তরিত করবেন।
