সোমবার ২২ ডিসেম্বর ২০২৫
৮ পৌষ ১৪৩২
কুমিল্লায় ৫৪ টি মনোনয়নপত্র সংগ্রহ
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১:১৮ এএম আপডেট: ২২.১২.২০২৫ ১:৩৪ এএম |



  কুমিল্লায় ৫৪ টি মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক: তফসিল ঘোষণার পর থেকে কুমিল্লায় ১১ টি আসনে মোট ৫৪ টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। এর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে। এছাড়া সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে কুমিল্লা-০৯ (লাকসাম - মনোহরগঞ্জ) আসন থেকে। 
  কুমিল্লায় ৫৪ টি মনোনয়নপত্র সংগ্রহ
রবিবার কুমিল্লা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছে। কোথাও আচরণবিধি লঙ্ঘনের কোন খবর পাওয়া যায়নি। প্রতি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট আচরণবিধি পর্যবেক্ষণে নিয়োজিত রয়েছেন। 
  কুমিল্লায় ৫৪ টি মনোনয়নপত্র সংগ্রহ
এদিকে কুমিল্লা-৬ সদর আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে রটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসানের কাছ থেকে তাঁর পক্ষে স্বতন্ত্র পদের মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ। রবিবার মোট ১৫ জন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। 
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানা গেছে, ১১টি আসনে মোট ৫৪ টি মনোনয়নন সংগ্রহ হয়েছে। এখনো পর্যন্ত সর্বাধিক মনোনয়ন সংগ্রহ হয়েছে বিএনপি থেকে ১৯ টি। এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামীর ৯ টি, এনসিপির ১টি, ইসালামী আন্দোলন বাংলাদেশ ৩ টি, জাতীয়তাবাদী কৃষক দল ১টি, খেলাফত মজলিস ৩ টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২ টি, এলডিপি ১টি, বাংলাদেশ কংগ্রেস ১ টি, গণফ্রন্ট ১টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ১টি, গণ অধিকার পরিষদ ১টি, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ১ টি এবং স্বতন্ত্র হিসেবে ১০ টি মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করা হয়েছে। 
এছাড়া কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে ৫টি, কুমিল্লা-২ (হোমনা তিতাস) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪ টি, কুমিল্লা-৩ মুরাদনগর আসনে ৫ টি, কুমিল্লা-০৪ দেবিদ্বার আসনে ৭ টি, কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ৪ টি, কুমিল্লা ৬ (সদর -সদর দক্ষিণ) আসনে ৩ টি, কুমিল্লা-৭ চান্দিনা আসনে ৪ টি, কুমিল্লা -৮ বরুড়া আসনে ৩ টি, কুমিল্লা-০৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনে ১৩ টি, কুমিল্লা-১০ নাঙ্গলকোট লালমাই আসনে ৪ টি এবং কুমিল্লা - ১১ চৌদ্দগ্রাম আসনে ২ টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে।

কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়নপত্র সংগ্রহ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জসীমনউদ্দীন জসীমের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেছেন দলীয় নেতাকর্মীরা। 
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর হোসেন-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র ক্রয় করা হয়। 
মনোনয়নপত্র ক্রয়কালে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, বিএনপি নেতা মোস্তফা জামান, বিএনপি নেতা রেজাউল হক আখি।
এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, আবু নাসের মুন্সী, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মহসিন কবির সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অনলাইন-অফলাইনে পর্যবেক্ষণে প্রার্থীরা
কুমিল্লায় ৫৪ টি মনোনয়নপত্র সংগ্রহ
১২ ফেব্রুয়ারির নির্বাচনে ড. শফিকুর রহমানের নেতৃত্বে ইসলামী সরকার গঠিত হবে: এমদাদুল হক মামুন
কুমিল্লা-১০ আসনে নারী নেত্রী শিউলীর মনোনয়নপত্র সংগ্রহ
দেবিদ্বারে ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার
কুমিল্লা দ. জেলা বিএনপির কমিটিতে তিনজনের অন্তর্ভূক্তি
জানাজায় অংশ নেয় লাখো মানুষ
বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
অবৈধ দুই ইটভাটা বন্ধ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২