মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২
সিইউডিএফ বিজয় বিতর্ক উৎসব সম্পন্ন
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১:৪৭ এএম আপডেট: ১৬.১২.২০২৫ ২:০৭ এএম |


 সিইউডিএফ  বিজয় বিতর্ক  উৎসব সম্পন্ননিজস্ব প্রতিবেদক: বিজয়ের মাসে যুক্তি, মনন ও বুদ্ধিবৃত্তিক চর্চার এক অনন্য আয়োজন হিসেবে কুমিল্লা ডিবেট ফেডারেশনের উদ্যোগে ‘সিইউডিএফ বিজয় বিতর্ক উৎসব–২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) কুমিল্লার নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলা এই আয়োজনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চারটি বিতর্ক দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক নিখিল রায়, সভাপতি, সনাক কুমিল্লা এবং কামরান হাসান, কুমিল্লা জেলা সাংস্কৃতিক কর্মকর্তা। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিদ সাইফুল্লাহ, কুমিল্লা ব্যুরো চিফ, এখন টিভি এবং ডা. সিফাত, উপদেষ্টা, স্বাধীনতা বিতর্ক মঞ্চ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ডিবেট ফেডারেশনের সভাপতি ইশতিয়াক আহমেদ। আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মোঃ শামীম আহমেদ, অ্যাডভোকেট, কুমিল্লা জজ কোর্ট ও প্রভাষক; প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল হাসান শাওন। উৎসবের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা ডিবেট ফেডারেশনের সাধারণ সম্পাদক হাছান মাহমুদ তারেক, পরিচালক, স্মার্ট টক একাডেমি।
প্রতিযোগিতার প্রথম রাউন্ডে মুখোমুখি হয় বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট) টিম যুক্তিচক্র ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ টিম উৎক্রমণ। এ রাউন্ডের মোশন ছিল- “এই সংসদ বিশ্বাস করে বর্তমান প্রজন্ম বিজয় দিবসকে ঐতিহাসিক দায় নয়, সাংস্কৃতিক উৎসব হিসেবে দেখে।” প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্কে বিরোধী দল হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ টিম জয়লাভ করে।
দ্বিতীয় রাউন্ডে অংশ নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিম আনপ্রেডিক্টেবল ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) টিম সংগ্রাম। এ রাউন্ডের মোশন ছিল- “এই সংসদ বিশ্বাস করে বিজয় দিবস অতীতের গৌরবের চেয়ে বর্তমান ব্যর্থতাকে বেশি উন্মোচিত করে।” তীব্র যুক্তিতর্ক ও বিশ্লেষণের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিম এই রাউন্ডে বিজয়ী হয়।
পরবর্তীতে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিম সরকারি দল হিসেবে এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ টিম বিরোধী দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনাল রাউন্ডের মোশন ছিল- “এই সংসদ বিশ্বাস করে ছাত্র রাজনীতি শিক্ষার সুষ্ঠ পরিবেশ রক্ষায় সহায়ক।” সমাপনী পর্বে যুক্তির গভীরতা, উপস্থাপনা ও বিশ্লেষণে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বিরোধী দল হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ টিম চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। এ রাউন্ডে বেস্ট স্পিকার নির্বাচিত হন বিরোধী দলীয় উপনেতা সুস্মিতা।
আজকের ফেস্টে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হেরা ফালাক আলীশা (সাবেক জাতীয় বিতার্কিক ও অনুষ্ঠান ঘোষক, বেতার কুমিল্লা), আবদুর রহমান (সাবেক সহ-সভাপতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি) এবং হাবিবুর রহমান (বিতর্ক  সম্পাদক, কুমিল্লা ডিবেট ফেডারেশন)।
আয়োজনে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন জিসান, ফিজাসহ আরও অনেকে। আয়োজকরা জানান, বিজয় দিবসের চেতনাকে নতুন প্রজন্মের কাছে যুক্তিনির্ভর, বিশ্লেষণধর্মী ও বোধনমূলকভাবে উপস্থাপন করাই ছিল এই উৎসবের মূল লক্ষ্য। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত বুদ্ধিবৃত্তিক মিলনমেলায় পরিণত হয়। 
অনুষ্ঠানে ইভেন্ট পার্টনার হিসেবে ছিল অনৎড়ধফ ঝঃঁফু খঃফ এবং স্ন্যাকস পার্টনার হিসেবে ডেন কেক বাংলাদেশ। এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল এখন টিভি, কুমিল্লার কাগজ ও দৈনিক কুমিল্লার জমিন। 
কুমিল্লা ডিবেট ফেডারেশনের সভাপতি ইশতিয়াক আহমেদ বলেন, “বিজয়ের এই মাসে আমরা চাই তরুণরা যুক্তির শক্তিতে আলোকিত হোক। সবাইকে সবান্ধবে এ আয়োজনে উপস্থিত থাকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।”













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মহান বিজয় দিবস আজ
যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপনে কুমিল্লায় দিনব্যাপী নানা আয়োজন
কুমিল্লায় নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব
কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৫ প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ
সিইউডিএফ বিজয় বিতর্ক উৎসব সম্পন্ন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
সাবেক ছাত্রলীগ নেতা মাইনুল গ্রেফতার
ডা. মোস্তাক আহম্মেদের ইন্তেকাল
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার ষড়যন্ত্র- হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২