বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫
৬ অগ্রহায়ণ ১৪৩২
আয়োজন দেখে মুমিনুল ভেবেছিলেন অবসরে যাচ্ছেন মুশফিক!
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১২:২৮ এএম |



 আয়োজন দেখে মুমিনুল ভেবেছিলেন অবসরে যাচ্ছেন মুশফিক!

মুশফিকুর রহিমের শততম টেস্ট ঘিরে ছিল বিসিবির ছোট সময়ের জমকালো আয়োজন। যা মন কেড়েছে সাবেক অধিনায়ক মুমিনুল হকের। যে কারণে দিন শেষে সংবাদ সম্মেলনে জানালেন বিসিবির এমন আয়োজন দেখে তার মনে হয়েছিল, মুশফিক অবসরে যাচ্ছেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রসিকতার ছলে মুমিনুল বলেন, ‘একটা সময় মনে হচ্ছিল, এটা (মুশফিক ভাইয়ের সংবর্ধনা দেওয়ার বিষয়টি) রিটায়ারমেন্টের দিকে যাচ্ছে। পরে দেখি না, শততম ম্যাচ সেলিব্রেশন হচ্ছে। বাইরের দেশে তো অবসরে গেলে এমন আয়োজন হয়।’ 
পরে মুশফিককে প্রশংসায় ভাসিয়ে মুমিনুল বলেন, '(মুশফিকের) উন্নতি... আমার চেয়ে আপনারা আরও বেশি দেখছেন। আমি তো হয়তো মাঠে যতক্ষণ থাকি, দেখি। আপনারা সারাদিন মাঠেই থাকেন। তারপর ফেসবুকে... আপনারা অনেক বেশি দেখেছেন। তো আমার মনে হয়, এরকম একটা মানুষ আসলে বাংলাদেশে... আমি জানি না দ্বিতীয়বার কেউ তৈরি হবে কি হবে না অথবা জন্মাবে কিনা।'
ডাবল সেঞ্চুরিও ডিজার্ভ করেন মুশফিক দাবি মুমিনুলের, 'রান করুক, না করুক- তার জিম, রানিং, ফুড থেকে শুরু করে সব চলতে থাকে। অনেকে থাকে যে একটু হতাশা থাকে। উনার মধ্যে কোন হতাশাও নেই। সব মেইনটেইন করে চলতে থাকে। তো ওটা আমার কাছে মনে হয় ওটা একটা ফল এখন... উনি ১০০ টেস্ট আসলে উনি ডিজার্ভ করেন। আর এর সঙ্গে কালকে যদি উনি ২০০ করেন, সেটাও উনি ডিজার্ভ করেন।'













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
টাউন হলে সমাবেশের অনুমতি পায়নি বিএনপির কোনো গ্রুপ
দল আমরা একসাথেই করবো: মনির চৌধুরী
নির্বাচনকে গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার নতুন জেলা প্রশাসকের
দাউদকান্দির ‘গোয়ালমারী- জামালকান্দি যুদ্ধ’ দিবস আজ
সিসিএন বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার মাস্টারক্লাস ফর পাবলিক সার্ভিস ও ভিশনারি টক সেমিনার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমি কোনো গ্রুপ বুঝি না, ধানের শীষের কর্মী বুঝি
মহাসড়কের কুমিল্লায় সেই স্থানে রোপণ হলো ৬৪ বকুল গাছ
লাকসামে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত
চান্দিনায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
দেশের মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২