বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫
৬ অগ্রহায়ণ ১৪৩২
সিসিএন বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার মাস্টারক্লাস ফর পাবলিক সার্ভিস ও ভিশনারি টক সেমিনার
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১:২৭ এএম |




 সিসিএন বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার  মাস্টারক্লাস ফর পাবলিক সার্ভিস  ও ভিশনারি টক সেমিনারকুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার মাস্টারক্লাস ফর পাবলিক সার্ভিস এবং ভিশনারি টক শিরোনামে পৃথক দুটি সেমিনার।
বিশ্ববিদ্যালয়টির একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী এবং সিসিএন ইউএসটির ক্লাব কার্ণিভাল উপলক্ষে ১৯ নভেম্বর বুধবার কুমিল্লার কোটবাড়ি এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে ওই গুরুত্বপূর্ণ দুটি সেমিনারের আয়োজন করা হয়। ক্যারিয়ার মাস্টারক্লাস ফর পাবলিক সার্ভিস এর রিসোর্স পার্সন ছিলেন, বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের আই.এম.ইডির সচিব (পি.আর.এল) মো. তাজুল ইসলাম।
ভিশনারি টক শিরোনামে অনুষ্ঠিত সেমিনারে রিসোর্স পার্সন ছিলেন সিসিএন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মো: তারিকুল ইসলাম চৌধুরী।
সেমিনারে বক্তরা, দৃড় মনোবল, ইতিবাচক ও উন্নত দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনী চিন্তা এবং সুনির্দিষ্ট লক্ষে অবিচল থাকার উপর গুরুত্বারোপ করেন। জীবনে সফলতা পাওয়ার বিভন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্ন ও সেগুলোর জবাব প্রদান করেন। বিসিএস পরীক্ষার প্রস্তুতি ও বিভন্ন কৌশল, সফল উদ্যোক্তা হওয়ার করণীয় বিষয়গুলোও সহজভাবে তুলে ধরা হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সিসিএন-ইএসটি ক্যারিয়ার ক্লাব, ইনোভেশন ক্লাব, বিজনেস ক্লাব, ভলেন্টিয়ার সার্ভিস ক্লাব সেমিনার দুটির আয়োজন করেন।  
এদিকে ক্যাম্পাসে দিন্যবাপী ক্রিয়েটিভ রাইটিং কম্পিটিশন, ফটোগ্রাফি এক্সিবিভশন, আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা এবং ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিশিষ্ট চিকিসৎক ডা. আজহারুল ইসলাম মিতুল ও ডা. আজহার মাহমুদ।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
টাউন হলে সমাবেশের অনুমতি পায়নি বিএনপির কোনো গ্রুপ
দল আমরা একসাথেই করবো: মনির চৌধুরী
নির্বাচনকে গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার নতুন জেলা প্রশাসকের
দাউদকান্দির ‘গোয়ালমারী- জামালকান্দি যুদ্ধ’ দিবস আজ
সিসিএন বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার মাস্টারক্লাস ফর পাবলিক সার্ভিস ও ভিশনারি টক সেমিনার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমি কোনো গ্রুপ বুঝি না, ধানের শীষের কর্মী বুঝি
মহাসড়কের কুমিল্লায় সেই স্থানে রোপণ হলো ৬৪ বকুল গাছ
লাকসামে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত
চান্দিনায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
দেশের মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২