নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৬ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, দল আমাকে কুমিল্লা-৬ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে যে সম্মান দিয়েছে, আমি জীবন দিয়ে হলেও দলের সম্মান রক্ষা করবো।
গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরীতে গণ মিছিল শেষে পূবালী চত্ত্বর এলাকায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্যে এ মন্তব্য করেন।
তিনি বলেন, তারেক রহমানের হাতে এ দেশ কখনো পথ হারাবে না। ১৯৭১ এ মুক্তিযুদ্ধে দেশের দুর্দিনে জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল, এখনো দেশের ক্রান্তিলগ্নে তারেক রহমানের আবির্ভাব হয়েছে। আমি কোন গ্রুপ বুঝি না, আমি বুঝি ধানের শীষের কর্মী, জিয়াউর রহমানের সৈনিক। আমি এই কুমিল্লা মহানগরকে নিয়ে যে ভাবনা, আপনাদেরকে নিয়ে যে চিন্তা সেটি আমি আগামী বৃহস্পতিবার টাউনহল মাঠে প্রকাশ করব।
গণমিছিলে শহরের বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা র্পূবালী চত্বরে জড়ো হয়। নগরীর ঈদগাহ মোড় থেকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে, সালাউদ্দিন মোড় থেকে মহানগর সভাপতি উৎবাতুল বারী আবুর ও জেলার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নেতৃত্বে, টমছমব্রীজ এলাকা থেকে মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মী পূবালী চত্বরে মিছিল নিয়ে আসে। মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী।
গণ মিছিলে যোগ দেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবায়লতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভুঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মোঃ হানিফ, সদস্য সচিব সোহেল মজুমদার সহ মহানগর, দক্ষিণ জেলা ও দক্ষিণ জেলার নেতাকর্মীরা।
