কুমিল্লার
লাকসামে গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) সড়ক দুর্ঘটনায় শাহাদাত হোসেন স্বাধীন
(২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে অপর আরোহী তারই
বন্ধু একই গ্রামের সজিব।
নিহত স্বাধীন লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের
গাজিমুড়া গ্রামের বাসিন্দা পৌরশহরের দৌলতগঞ্জ বাজারের চাউল ও কাঁচামাল
ব্যবসাসী মো. কামাল হোসেনের ছেলে।
ওইদিন দুপুর অনুমান ২টার দিকে পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন লাকসাম-নোয়াখালী রোডে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ
ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনারদিন দুপুরে একটি মোটরসাইকেলে দুই
বন্ধু দৌলতগঞ্জ বাজার থেকে বাড়ি যাচ্ছিলো। এ সময় ব্যাটারী চালিত একটি
অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ছিটকে সড়কের ওপর
পড়ে একটি সার বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনায়
গুরুতর আহত দু'জনকে স্থানীয় লোকজন গুরুতর উদ্ধার করে প্রথমে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। পরে তাদেরকে আশঙ্কাজনক
অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহাদাত হোসেন
স্বাধীন মারা যান।
এদিকে দুর্ঘটনায় আহত সজিবের দেহ থেকে একটি পা
বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক)
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত শাহদাত হোসেন স্বাধীনের বাবা মো.
কামাল হোসেন দুর্ঘটনায় তাঁর ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,
একইদিন রাত ৮টায় গাজিমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠান
শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এই ব্যাপারে লাকসাম
থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে
জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছেন এবং সার
বোঝাই ট্রাকটি আটক করে থানায় নিয়ে যান।
অপরদিকে শাহদাত হোসেন স্বাধীনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
