
ব্রাজিলের
ফুটবলে আরও এক হতাশার দিন। লিলে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে
কার্লো আনচেলত্তির ব্রাজিলকে ১-১ গোলের ড্রতে থামিয়ে দিয়েছে তিউনিসিয়া।
২০২৬ বিশ্বকাপের আগে প্রস্তুতির ধাপেই ব্রাজিল আবারও ছন্দহীনতার পরিচয়
দিয়েছে।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়।
নিরপেক্ষ দর্শকদের জন্য এটি ছিল উপভোগ্য এক লড়াই। আন্ডারডগ হয়েও তিউনিসিয়া
দারুণ সাহসিকতার সঙ্গে আক্রমণে উঠে আসে এবং এর পুরস্কারও পায়। ২৩ মিনিটে
হাজেম মাস্তুরি গোল করে দলকে এগিয়ে নেন।
তবে ব্রাজিল তাদের স্বভাবসুলভ
‘স্বচ্ছন্দ আক্রমণাত্মক ফুটবল’ থেকে সরে আসেনি। ভার-এর সহায়তায় পাওয়া এক
পেনাল্টি থেকে বিরতির ঠিক আগে (৪৪ মিনিটে) এস্তেভাও গোল করে সেলেসাওদের
সমতায় ফেরান। ব্রাজিলের একটি কর্নার প্রতিরক্ষায় কুনহাকে ফাউল করায়
ভ্যালেরির বিরুদ্ধে পেনাল্টি দেওয়া হয়।
দ্বিতীয়ার্ধ যদিও প্রথমার্ধের
মতো রোমাঞ্চকর ছিল না, তবুও উল্লেখযোগ্য মুহূর্ত ছিল বেশ কিছু। সবচেয়ে
নাটকীয় ঘটনা ঘটে যখন ব্রাজিলের লুকাস পাকেতা পেনাল্টি স্পট থেকে শট উপরে
মেরে দেন। পাকেতার এই ভুল ব্রাজিলকে জয়বঞ্চিত করে।
