বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫
৬ অগ্রহায়ণ ১৪৩২
মুশফিক ৯৯ রানে অপরাজিত থাকলেও বিচলিত নয় দল
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১২:৩৫ এএম |




 মুশফিক ৯৯ রানে অপরাজিত থাকলেও বিচলিত নয় দল

শেষ বিকেলে মিরপুর শেরে-ই বাংলার মাঠের দর্শকরা মাঠ ছেড়েছেন হতাশা নিয়ে। কারণ দিনের শেষ ওভারে ২ রান সংগ্রহ করেও ব্যক্তিগত ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন মুশফিকুর রহিম। নিজের শততম টেস্টে শতক হাঁকানোর দ্বারপ্রান্তে রয়েছেন তিনি।
প্রেসিডেন্ট বক্সের বেলকনিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বাকি বোর্ড পরিচালকরা উপস্থিত হয়েছিলেন মুশফিকের সেঞ্চুরি দেখার। অধীর আগ্রহ থাকার ফলেও বাস্তবে তা পূরণ হয়নি, যে কারণে সবার মধ্যে বেশ হতাশা দেখা গেছে।
এ ছাড়া ড্রেসিংরুমে কোচিং স্টাফসহ সতীর্থরা মুশফিকের সেঞ্চুরি উদযাপনের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। তবে দিনশেষে ১৮৭ বলে ৯৯ রানে অপরাজিত থাকেন মুশফিক। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল হক জানিয়েছেন, সেঞ্চুরি না হলেও মুশফিক বিচলিত নন।
তিনি বলেন, 'একসময় মনে হচ্ছিল, আজকে হয়ে যাবে (সেঞ্চুরি)। যদিও ওরা দেরি করেছে (বোলিংয়ে), এই কারণে হয়তো হয়নি। আমার আমিও খুব বেশি চিন্তিত না, কারণ উনি আগেও ১০০ করেছেন, ২০০ করার অভ্যাস আছে।'
মুমিনুল আশাবাদী সেঞ্চুরি করে রুট-পন্টিংদের পাশে নাম লিখাবেন মুশফিক, 'আমিও জানি, ওই জায়গায় উনি প্যানিক (বিচলিত) হয় না। প্যানিক কম হয় আল্লাহর রহমতে, সেই কারণে আত্মবিশ্বাস আছে। অন্য কেউ থাকলে হয়তো একটু চিন্তায় থাকতাম। উনি যেহেতু আছে, আমার মনে হয় উনিও প্যানিক হয় না, আমরাও কেউ প্যানিক না। কালকে ইনশাআল্লাহ হয়ে যাবে।'














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
টাউন হলে সমাবেশের অনুমতি পায়নি বিএনপির কোনো গ্রুপ
দল আমরা একসাথেই করবো: মনির চৌধুরী
নির্বাচনকে গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার নতুন জেলা প্রশাসকের
দাউদকান্দির ‘গোয়ালমারী- জামালকান্দি যুদ্ধ’ দিবস আজ
সিসিএন বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার মাস্টারক্লাস ফর পাবলিক সার্ভিস ও ভিশনারি টক সেমিনার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমি কোনো গ্রুপ বুঝি না, ধানের শীষের কর্মী বুঝি
মহাসড়কের কুমিল্লায় সেই স্থানে রোপণ হলো ৬৪ বকুল গাছ
লাকসামে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত
চান্দিনায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
দেশের মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২