
শেষ
বিকেলে মিরপুর শেরে-ই বাংলার মাঠের দর্শকরা মাঠ ছেড়েছেন হতাশা নিয়ে। কারণ
দিনের শেষ ওভারে ২ রান সংগ্রহ করেও ব্যক্তিগত ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ
করেছেন মুশফিকুর রহিম। নিজের শততম টেস্টে শতক হাঁকানোর দ্বারপ্রান্তে
রয়েছেন তিনি।
প্রেসিডেন্ট বক্সের বেলকনিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম
বুলবুলসহ বাকি বোর্ড পরিচালকরা উপস্থিত হয়েছিলেন মুশফিকের সেঞ্চুরি দেখার।
অধীর আগ্রহ থাকার ফলেও বাস্তবে তা পূরণ হয়নি, যে কারণে সবার মধ্যে বেশ
হতাশা দেখা গেছে।
এ ছাড়া ড্রেসিংরুমে কোচিং স্টাফসহ সতীর্থরা মুশফিকের
সেঞ্চুরি উদযাপনের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। তবে দিনশেষে ১৮৭ বলে ৯৯ রানে
অপরাজিত থাকেন মুশফিক। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল হক
জানিয়েছেন, সেঞ্চুরি না হলেও মুশফিক বিচলিত নন।
তিনি বলেন, 'একসময় মনে
হচ্ছিল, আজকে হয়ে যাবে (সেঞ্চুরি)। যদিও ওরা দেরি করেছে (বোলিংয়ে), এই
কারণে হয়তো হয়নি। আমার আমিও খুব বেশি চিন্তিত না, কারণ উনি আগেও ১০০
করেছেন, ২০০ করার অভ্যাস আছে।'
মুমিনুল আশাবাদী সেঞ্চুরি করে
রুট-পন্টিংদের পাশে নাম লিখাবেন মুশফিক, 'আমিও জানি, ওই জায়গায় উনি প্যানিক
(বিচলিত) হয় না। প্যানিক কম হয় আল্লাহর রহমতে, সেই কারণে আত্মবিশ্বাস আছে।
অন্য কেউ থাকলে হয়তো একটু চিন্তায় থাকতাম। উনি যেহেতু আছে, আমার মনে হয়
উনিও প্যানিক হয় না, আমরাও কেউ প্যানিক না। কালকে ইনশাআল্লাহ হয়ে যাবে।'
