নিজস্ব
প্রতিবেদক।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের সাথে মত
বিনিময় শেষে কুমিল্লা-৬ সদর আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী ও দলের
চেয়ারপারসন উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলছেন, আমি দলীয় মনোনয়ন পাওয়ার পর
থেকে বিএনপির নেতাকর্মীরা কতটুকু ঐক্যবদ্ধ তার প্রমাণ দৃশ্যমান। কারণ
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদকসহ
নির্বাচনী আসনের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যেকটি স্তরের
নেতাকর্মীরা ধানের শীষকে বিজয় করতে ঐক্যবদ্ধ হয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে
কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমার যে প্রতিদ্বন্দ্বী
রয়েছে; তার যত অসন্তোষ থাকুক না কেন, দল যদি করি আমরা একসাথেই করবো।
বুধবার (১৯ নভেম্বর) নগরীর প্ল্যানেট এসআর-এ দক্ষিণ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময়
বিএনপির কেন্দ্রীয় সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির সভাপতি
উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ
ওয়াসিম, জেলা জজ আদালতের পিপি এডভোকেট কাইমুল হক রিংকু, জেলা বিএনপির সাবেক
যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, মোস্তফা জামানসহ নেতৃবৃন্দ উপস্থিত
ছিলেন।
প্রশ্নের জবাবে মনিরুল হক চৌধুরী আরো বলেন, আমার সামনে কোন কঠিন
চ্যালেঞ্জ নেই। কারন আমি যেখানে যাচ্ছি, সেখানে দেখছি একটিমাত্র আওয়াজ
উন্নয়নের পথে আছি মনিরুল হক চৌধুরীর সাথে। এছাড়াও 'তারেক জিয়া-তারেক জিয়া,
খালেদা জিয়া-খালেদা জিয়া' এ ছাড়া আর কোন আওয়াজ আমার কানে আসছে না।
তিনি
আরও বলেন কুমিল্লা-৬ সদর আসন থেকে নির্বাচন তো একজনই করবেন , এটা আপাতত
আমি। সুতরাং এমন কিছু আমরা না করি যাতে দল জনগণের কাছে হাসির পাত্র না হয়
আমার আহ্বান।
