বুধবার ১৯ নভেম্বর ২০২৫
৫ অগ্রহায়ণ ১৪৩২
চান্দিনায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
স্বর্ণালঙ্কার সহ ৭ লাখ টাকার মালামাল লুট; জনতার হাতে আটক ১
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১২:২৫ এএম আপডেট: ১৯.১১.২০২৫ ১:২২ এএম |



  চান্দিনায় প্রবাসীর  বাড়িতে দুর্ধর্ষ  ডাকাতি রণবীর ঘোষ কিংকর। 
কুমিল্লার চান্দিনায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারকে জিম্মি করে একই বাড়ির পৃথক ৩টি ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতিকালে ধাওয়া করে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়। 
সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের তীরচর গ্রামের মুন্সী বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (১৮ নভেম্বর) চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়।
ডাকাতিকালে আটক আবু মিয়া (৪০) জেলার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের পাঞ্জত আলীর ছেলে। 
ভুক্তভোগী পেয়ারা বেগম জানান, সোমবার গভীর রাতে তার টিনশেড ঘরের দরজা ভেঙ্গে অস্ত্রধারী ডাকাতদল প্রবেশ করে। এসময় তারা স্বর্ণের কানের দুল ও গলার চেইন খুলে নিয়ে যায়। পরে তার মেয়ে জেসমিন  আক্তারের ঘরে ঢুকে গরু বিক্রির ১ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে যায়। ডাকাতরা তার প্রবাসী ছেলের ঘরে প্রবেশ করে ১ লাখ ৫০ হাজার টাকা ও আসবাবপত্র লুটে নেয়।
খবর পেয়ে স্থানীয়রা ডাকাতদলকে ধাওয়া করে। ফসলী জমি থেকে ডাকাত দলের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এবিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেনে, একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মোট ৪ জনের কথা স্বীকার করেছে। চার জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আমি কোনো গ্রুপ বুঝি না, ধানের শীষের কর্মী বুঝি
মহাসড়কের কুমিল্লায় সেই স্থানে রোপণ হলো ৬৪ বকুল গাছ
দেশের মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ
নাথেরপেটুয়া ফাযিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা
লাকসামে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ষড়যন্ত্র করে বিএনপির বিজয় ঠেকানো যাবে না - মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় মাদক ব্যবসায়ে বাঁধা দেয়ায় মা ও ভাইকে হত্যা
কুমিল্লা হাজী ইয়াছিনের পক্ষে লিফলেট বিতরণ
চৌদ্দগ্রামে জামায়াত নেতার গাড়ি পুড়ে দিয়েছে দূর্বৃত্তরা
শেখ হাসিনার মৃত্যুদণ্ড
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২