নিজস্ব
প্রতিবেদক: এআই আজ আর কোনো কল্পনা নয়; এটি আমাদের দৈনন্দিন জীবনের
বাস্তবতা। চিকিৎসা, শিক্ষা, কৃষি, শিল্প, যোগাযোগ, এমনকি ঘরে-বাইরের
বিভিন্ন কাজে এআই ব্যবহার হচ্ছে জেলা আইসিটি ফোরাম কুমিল্লার আয়োজনে
শিক্ষায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির
উদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে এসক কথা বলেন।
গতকাল কুমিল্লা আইডিয়াল কলেজ
অডিটোরিয়ামে অনুষ্ঠিত শিক্ষায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনারের
প্রধান বক্তা ছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট কুমিল্লার
সহকারী পরিচালক মো. আবদুল কাদির।
কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা
অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
জেলা আইসিটি ফোরাম কুমিল্লার সভাপতিমোহাম্মদ মিজানুর রহমান। জেলা আইসিটি
ফোরাম কুমিল্লা সাধারণ সম্পাদক মো. কবির খান এর পরিচালনায় বিকালে সমাপনী
পর্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার ও জেলা আইসিটি ফোরাম
কুমিল্লার প্রধান উপদেষ্টা ও মো. রফিকুল ইসলাম।
মো. আবদুল কাদির
বলেন, এআই একটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে ডাক্তাররা রোগ নির্ণয়ে,
শিক্ষার্থীরা পড়াশোনায়, কৃষকরা জমিতে সঠিক চাষাবাদে, ব্যবসায়ীরা উৎপাদন ও
বিপণনে এআই -এর সহায়তা পাচ্ছেন।
মো. রফিকুল ইসলাম তাঁর সমাপনী বক্তব্যে
বলেন, এআই এর কিছু চ্যালেঞ্জও রয়েছে-যেমন কর্মসংস্থান হ্রাস, প্রযুক্তির
অপব্যবহার, তথ্য নিরাপত্তা ও নৈতিকতা। তাই আমাদের উচিত এআই-এর সঠিক ব্যবহার
নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে পযপ্রযুক্তি-নির্ভর দক্ষ করে গড়ে
তোলা।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, এআই আমাদের জীবনকে সহজতর, দ্রুততর
এবং উন্নত করার জন্য এক বিশাল হাতিয়ার। এই প্রযুক্তি শিক্ষায় গুরুত্বপূর্ন
ভুমিকা রাখছে। এর সঠিক ব্যবহার আমাদের আয়ত্ত করতে হবে।
সেমিনারে
প্রশিক্ষক ছিলেন ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ এর সিনিয়র শিক্ষক মহিম
চন্দ্র বিশ^াস, স্কুল অব ফিউচার প্রজেক্ট, আইসিটি ডিভিশন ্ও বাংলাদেশ
হাইটেক পার্ক অথরিটি এর মাস্টার ট্রেইনার ্ওমর ফারুক, ইঞ্জিনিয়ার মো. আবু
ইউসুফ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আইসিটি ফোরাম কুমিল্লার সহ সাধারন সম্পাদক
আবুল খায়ের পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান শুভ, কোষাধ্যক্ষ মো.
আবদুল জলিল, মহিলা বিষয়ক সম্পাদক মোসা. জোবায়দা আক্তারসহ সংগঠনের বিভিন্ন
পর্যায়ের নেতৃবৃন্দ।
দিনব্যাপী সেমিনারে কুমিল্লা জেলার বিভিন্ন
মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক, সহকারী প্রতিষ্ঠান
প্রধান শিক্ষক, জেলা অ্যাম্বাসেডর শিক্ষক ্ও সহকারী শিক্ষকসহ শতাধিক
শিক্ষক প্রশিক্ষাণার্থী হিসাবে অংশগ্রহন করেন। সেমিনারে প্রশিক্ষকগণ
শিক্ষায় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার, চ্যাট জিপিটি, কিউরিপড,
ক্যানভা এআই, হ্যান্ডস অন, কুইজ-কাহোদ, গুগল ফর্ম, সক্রেটিক বাই গুগল নিয়ে
আলোচনা করেন। আয়োজকরা জানান আগামীতে এআই তথা তথ্য প্রযুক্তি উন্নয়নে জেলা
আইসিটি ফোরাম কুমিল্লার এরকম সেমিনার ও প্রশিক্ষণ অব্যাহত থাকবে।
