বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫
১০ পৌষ ১৪৩২
দেবিদ্বারে দুই ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা
শাহীন আলম
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:২০ এএম আপডেট: ২৪.১২.২০২৫ ১:০৫ এএম |


  দেবিদ্বারে দুই ইটভাটাকে  ৮ লাখ টাকা জরিমানা কুমিল্লার দেবিদ্বার উপজেলায় অবৈধ দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে আট লাখ টাকা জরিমানা করেছে দেবিদ্বার উপজেলা প্রশাসন। অভিযানে বিপুলসংখ্যক কাঁচা ইট ও কিলন ধ্বংস করা হয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 
এসময় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রায়হান মোর্শেদ, সেনাবাহিনী ও পুলিশের দুইটি টিম উপস্থিত ছিলেন।
অভিযানে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর এলাকার এমএম ব্রিক্স ও জাফরগঞ্জ এলাকার সনি ব্রিক্সে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ কারণে এমএম ব্রিক্সকে ৫ লাখ টাকা এবং সনি ব্রিক্সকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উভয় ভাটার কাঁচা ইট ও কিলন বিনষ্ট করা হয়।
জানা গেছে, দেবিদ্বার উপজেলায় মোট ২২টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৫ টি ইটভাটার পরিবেশের কোন ছাড়পত্র নেই। বিগত আওয়ামীলীগ সরকারের প্রভাবশালী নেতাদের যোগসাজেসে অবৈধ মাধ্যমে পরিচালিত হতো। চরবাকর গ্রামের সফিকুল ইসলাম বলেন, এই ইটভাটা নিয়ে বিভিন্ন সময়ে আমরা আন্দোলন করেছি, মানববন্ধন করেছি, কিন্তু কোন কাজ হয়নি, ইটভাটার মাটি বোঝাই ট্রাক্টর চলাচলে রাস্তাঘাট অল্প সময়ে ভেঙে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়। এছাড়া ধুলাবালিতে আমরা অতিষ্ঠ থাকি। যারাই ক্ষমতায় আসে ইটাভাটার মালিকানা পরিবর্তন হয়ে যায়। এ  আমরা প্রতিবাদ করতে পারি না। তিনি আরও বলেন, শীত আসার শুরুতেই  এসব ইটভাটা রাতের আধারে  গোমতী নদীর চরের কৃষকের মাটি এসব ভাটায় নিয়ে আসে। দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, ‘পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি করে এমন কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। তিনি আরও বলেন, যারা গোমতীর চর থেকে মাটি উত্তোলন করেছে আমরা ইতোমধ্যে কয়েকটি ট্রাক্টর আটক করেছি, জরিমানা করেছি। 
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছেন দেড় লক্ষাধিক নেতা-কর্মী
কুমিল্লা ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিন আজ
ফাজিল স্নাতক পরীক্ষায় বই দেখে লেখার অভিযোগ, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
দুই হাত না থাকলেও পা দিয়ে লিখে স্বপ্নে অটল আরশাদুল
ব্রাহ্মণপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ দুইজন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মনোনয়ন ফরম সংগ্রহ ঠিক হয়নি বললেন- সাবেক মেয়র সাক্কু
আড্ডার ঘরে রক্তের দাগ
আপনি যতবড় নেতাই হন তারেক রহমানের কাছে একজন কর্মী ছাড়া কিছুই না: জাকারিয়া সুমন
কুমিল্লায় বিএনপিতে যোগদানের পরদিন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুমিল্লায় বিএনপির প্রস্তুতি সভা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২