কুমিল্লার লালমাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস ১ম বার্ষিকী উপলক্ষে লালমাই উপজেলা জামায়াতে ইসলামী এক গণমিছিল বের করে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টায় উপজেলার ছোটশরীফপুর কলেজ মাঠ থেকে শুরু হয় এই মিছিল। মিছিলটি ভূশ্চি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে শেষ হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর নুর এর সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমাম হোসেন।
গণমিছিলের পূর্বে সমাবেশে বক্তারা বলেন আগস্ট একটি ঐতিহাসিক দিন। ছাত্র-জনতার বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন। বাংলাদেশ মুক্ত হয়েছে স্বৈরাচারের কবল থেকে। আরও বলেন,গণঅভ্যুত্থান আমাদের মনে করিয়ে দেয়, অন্যায়, অত্যাচার এবং নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না। ’
গণমিছিলে জামায়াতে ইসলামী ও তার বিভিন্ন ইউনিটের অনেক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।