নিজস্ব
প্রতিবেদক।। চলতি মৌসুমে দেশে আমন ধানের ফলন লক্ষ্যমাত্রার চেয়ে ভালো
হয়েছে দাবি করে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, উৎপাদন সন্তোষজনক
হওয়ায় কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং সরকারিভাবে ধান–চাল সংগ্রহে
এবার আর ব্যাগ পেতে হবে না।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা
সার্কিট হাউসে ২০২৫-২৬ অর্থবছরের আমন ধান সংগ্রহ ও খাদ্যশস্য মজুদ
সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য
করেন।
এদিকে, দেশে সাড়ে ১৪ লাখ টন খাদ্যশস্য মজুদের রয়েছে দাবি করে
খাদ্য উপদেষ্টা তিনি বলেন, যে পরিমাণে খাদ্য মজুদ থাকার কথা; বর্তমান সময়ে
গত বছরের তুলনায় এ বছর প্রায় তিন লাখ টন খাদ্য মজুদ রয়েছে। তিনি বলেন,
ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার সময়টায় যতটুকু খাদ্য
মজুদ থাকার কথা, তার চেয়ে যাতে বেশি থাকে সেটি নিশ্চিত করাই মূল লক্ষ্য।
অন্যদিকে,
খাদ্য নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে উপদেষ্টা বলেন, বিদেশ থেকে আনা খাদ্য
পরীক্ষা করা হলেও স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্য নিরাপত্তা নিশ্চিতে পিছিয়ে
রয়েছে বাংলাদেশ। স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্য পরীক্ষা নিরীক্ষার আওতায় আনার
জোর দেওয়া হচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাধ্যমে। বিশেষ করে শাকসবজিতে
ক্ষতি কর রাসায়নিকের ব্যবহার ছাড়াও মাছ, হাঁসমুরগি ও গরু, ছাগল উৎপাদনে
এন্টিবায়োটিকের ব্যবহার বাড়ছে। এসব নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরো
সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়।
এর আগে, আলোচনায় উঠে আসে স্থানীয়
কৃষকদের ধান সংগ্রহ প্রক্রিয়া, খাদ্যশস্য মজুদ ব্যবস্থাপনা এবং আগামী
মৌসুমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য করণীয়।
সভায় এসময় উপস্থিত
ছিলেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুল হাছানাত হুমায়ূন কবীর,
কুমিল্লা জেলা প্রশাসক এবং জেলা খাদ্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
