শনিবার ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লায় মানববন্ধন
প্রাথমিকে শারীরিক ও সংগীত শিক্ষক পদ পুনর্বহালের দাবি
বশিরুল ইসলাম ।।
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৫:২৩ পিএম |

 প্রাথমিকে শারীরিক ও সংগীত শিক্ষক পদ পুনর্বহালের দাবিপ্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ করে গানে গানে মানববন্ধন করেছে কুমিল্লার শিক্ষার্থী-সংগীতশিল্পীসহ সংগীতানুরাগী নাগরিকেরা। তাঁরা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে ওই শিক্ষক পদ পুনর্বহালের দাবি জানিয়েছেন।


আজ শনিবার বিকাল  ৪টায়  কুমিল্লা টাউনহল গেইটের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সংগীত শিল্পী, যুব সংগঠনের নেতাকর্মী ও সংগীতানুরাগী সাধারণ নাগরিকেরা সমবেত হয়ে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষাকে শিশুর বিকাশের উপযোগী করে তোলার জন্য শরীর র্চ্চা ও সংগীত খবুই প্রয়োজন। অংশগ্রহণকারীদের হাতে ছিল স্লোগান সম্বলিত প্লেকার্ড, ফেস্টু  । কণ্ঠ ছিল জাতীয় সঙ্গীত ও দেশাত্মক বোধক গান।  সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা দিয়ে শুরু হয় প্রতিবাদী কার্যক্রম।

 প্রাথমিকে শারীরিক ও সংগীত শিক্ষক পদ পুনর্বহালের দাবিকুমিল্লা টাউনহল মাঠের সামনে রাস্তার উপরে দাড়িয়ে প্রতিবাদ করেন তারা । প্রতিবাদী এই আয়োজন থেকে প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক ও সংগীত শিক্ষার জন্য শিক্ষক পদ পুনর্বহাল করা ও কোনো নির্দিষ্ট এজেন্ডার কারণে শিক্ষানীতির এমন পরিবর্তন বন্ধের জোর দাবি করা হয়। একই সঙ্গে শিশুদের সার্বিক বিকাশে শিল্প–সংস্কৃতি ও সৃজনশীল শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া, শিক্ষানীতি নির্ধারণে কোনো গোষ্ঠীর চাপে নয়, রাষ্ট্রীয় মূল্যবোধ, শিক্ষাবিদ ও মননশীল সমাজের মতামতের প্রাধান্য দেওয়ার দাবি করা হয়।

এ সময় নারীরাও পোস্টার নিয়ে মানববন্ধনে অবস্থান নেন।  জাতীয় সংগীত দিয়ে শুরু হয়ে  পরে আবার  সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা দিয়েই শেষ হয় এই প্রতিবাদী আয়োজন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রাথমিকে শারীরিক ও সংগীত শিক্ষক পদ পুনর্বহালের দাবি
দুই প্রার্থীকে তারেক রহমানের ফোন
আগামী নির্বাচন ও বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে
কুমিল্লা সীমান্তে বাড়ছে অস্ত্রের চোরাচালান
চান্দিনায় ৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দুই প্রার্থীকে তারেক রহমানের ফোন
কুমিল্লার জগন্নাথ মন্দিরের দখলকৃত জায়গা উচ্ছেদ
যে চার বিষয়ে হবে গণভোট
কুমিল্লায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু
কুমিল্লা সীমান্তে বাড়ছে অস্ত্রের চোরাচালান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২