প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ করে গানে গানে মানববন্ধন করেছে কুমিল্লার শিক্ষার্থী-সংগীতশিল্পীসহ সংগীতানুরাগী নাগরিকেরা। তাঁরা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে ওই শিক্ষক পদ পুনর্বহালের দাবি জানিয়েছেন।
কুমিল্লা টাউনহল মাঠের সামনে রাস্তার উপরে দাড়িয়ে প্রতিবাদ করেন তারা । প্রতিবাদী এই আয়োজন থেকে প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক ও সংগীত শিক্ষার জন্য শিক্ষক পদ পুনর্বহাল করা ও কোনো নির্দিষ্ট এজেন্ডার কারণে শিক্ষানীতির এমন পরিবর্তন বন্ধের জোর দাবি করা হয়। একই সঙ্গে শিশুদের সার্বিক বিকাশে শিল্প–সংস্কৃতি ও সৃজনশীল শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া, শিক্ষানীতি নির্ধারণে কোনো গোষ্ঠীর চাপে নয়, রাষ্ট্রীয় মূল্যবোধ, শিক্ষাবিদ ও মননশীল সমাজের মতামতের প্রাধান্য দেওয়ার দাবি করা হয়।