রোববার ১৬ নভেম্বর ২০২৫
২ অগ্রহায়ণ ১৪৩২
জনগণের প্রতিটি ভোটের আমানত রক্ষা করব : আবুল কালাম
শাহীন আলম ।।
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:০২ পিএম |

জনগণের প্রতিটি ভোটের আমানত  রক্ষা করব : আবুল কালামবিএনপির  কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো.আবুল কালাম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছেন আমি রাজনীতি করতে আসেনি, আমি মানুষের সেবক হতে এসেছি। আমার নির্বাচিত এলাকায় নিয়ে নানা উন্নয়নমূলক পরিকল্পনা রয়েছে। এ আসনে ধানের শীষের বিজয় হলে সর্বপ্রথম আমি আমার নির্বাচনী এলাকার চিকিৎসা ও স্বাস্থ্য সেবার প্রান্তিক জনগণের পৌছে দেব। মানুষের সহযোগিতা পেলে আমি সে পরিকল্পনা নিয়ে কাজ করতে চাই। জনগণ যে বিশ^াস নিয়ে আমাকে ভোট দিবে আমি জনগণের প্রতিটি ভোটের আমানত রক্ষা করব। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নিজ রাজনৈতিক কার্যালয়ে কুমিল্লার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 
      
বিএনপির মনোনীত এ প্রার্থী আরও বলেন, অতীতের একটি দল লাকসাম-মনোহরগঞ্জে ত্রাসের রাজনীতি চালু করেছিল। চাঁদাবাজি, জমিদখলসহ এমন কোন অপকর্ম নেই তাঁরা করেননি, তাদের অত্যাচারে মানুষ ছিল অতিষ্ঠ। সেই ত্রাসের রাজনীতির চিরতরে বিদায় জানাচ্ছি। এ আসনে কোন চাদাবাজি ও টেন্ডারবাজি, জমিদখল চলবে না এটা আমার স্পষ্ট ঘোষণা। যারা এসব করবে যে যত বড় শক্তিশালীই হোক না কেন তাকে শক্তভাবে প্রতিহত করা হব। আমি আমার সাধারণ মানুষের দুয়ারে গিয়ে তাদের সুখ দুখের কথা শুনতে চাই, মানুষ সমস্যার কথা আমাকে সরাসরি বলতে পারবে কোন মাধ্যম লাগবে না। লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়নের আগামী নির্বাচনে আমি ধানের শীষ প্রতীকে ভোট চাই। 

ধানের শীষের এ প্রার্থী নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, তারেক রহমানের নির্দেশ, কোন ভাইয়ের কর্মী হওয়া যাবে না, কোন নেতার কর্মী হওয়া যাবে না, আমিসহ আমরা সবাই ধানের শীষের কর্মী। গত ১৭ বছর মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছিল মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি, তারেক রহমান নির্দেশ দিয়েছেন দেশের জনগণ যাকে পছন্দ করবে তাকেই ভোট দিবে, তাকে বিজয়ী করবে, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তিনি মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলা সম্পর্কে বলেন, দোলা বিএনপির প্রয়াত নেতা কর্নেল আজিম ভাইয়ের মেয়ে, মানে আমারও মেয়ে। গতকালকে  দোলা আমাকে সমর্থন দিয়েছেন। আমি মনে তার দায়িত্ব আমার ওপর এসেছে, আমরা বিএনপি কোন বিভক্ত নই, আমরা সবাই ঐক্য হয়ে আগামী নির্বাচনে লাকসাম-মনোহরগঞ্জ আসনটি তারেক রহমানকে উপহার দেব। এসময় বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
জনগণের প্রতিটি ভোটের আমানত রক্ষা করব : আবুল কালাম
ড. মোশাররফের নেতৃত্বে ধানের শীষের গণমিছিল আজ
বিরোধ মিটিয়ে ঐক্য গড়তে জেলা বিএনপির বৈঠক
তারেক রহমানের ৩১ দফাই রাষ্ট্র গঠনে সার্বজনিন দিক নির্দেশনা
আগামী নির্বাচন হবে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদেরবিরুদ্ধে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দুই প্রার্থীকে তারেক রহমানের ফোন
বিরোধ মিটিয়ে ঐক্য গড়তে জেলা বিএনপির বৈঠক
কুমিল্লা সীমান্তে বাড়ছে অস্ত্রের চোরাচালান
আগামী নির্বাচন ও বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে
প্রাথমিকে শারীরিক ও সংগীত শিক্ষক পদ পুনর্বহালের দাবি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২