বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
১৬ শ্রাবণ ১৪৩২
জলাবদ্ধতা নিরসনে খাল খননকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে- বুড়িচংয়ে জেলা প্রশাসক
গাজী জাহাঙ্গীর আলম জাবির
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১:২৫ এএম |


কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, “খাল-জলাশয় ছিল এক সময় এলাকার প্রাণ। দখল ও দূষণের কারণে সেগুলো আজ বিপন্ন। জনগণের অংশগ্রহণ ছাড়া দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয়।” এ বছর বুড়িচং উপজেলায় টিআর-কাবিখা প্রকল্পের বরাদ্দ থেকে জলাবদ্ধতা নিরসনে খাল খননকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এ লক্ষ্যে ইউএনও’র নেতৃত্বে একটি কমিটি গঠন করে খাল ও নালাগুলো চিহ্নিত করার পাশাপাশি উদ্ধার ও খননের জন্য পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করা হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলায় নদী ও খাল রক্ষা, জলাবদ্ধতা নিরসন ও জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। 
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।
সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নূর আশেক, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূঁইয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন করিব, বিআরডিবি কর্মকর্তা রাসেল সারওয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, খাদ্য কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম আমিনুল ইসলাম এবং এরশাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
রাজনৈতিক দলের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কবির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল।
এছাড়াও সভায় অংশ নেন সহকারী সমাজসেবা কর্মকর্তা আহমদ উল্লাহ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আবদুল্লাহ, আপ্যায়ন সম্পাদক মো. ফয়েজ এবং প্রকাশনা সম্পাদক মো. আলমগীর হোসেন বাচ্চু মোল্লা।
এসময় বক্তারা বলেন, খাল ও নদী রক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা জরুরি। এজন্য খাল দখলমুক্ত রাখা এবং নিয়মিত পরিষ্কার করতে হবে।
জেলা প্রশাসক সভা শেষে বুড়িচং থানাসহ উপজেলা ভূমি অফিস এবং আশেপাশের খাল সরেজমিন পরিদর্শন করেন। স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আসন বিন্যাসের খসড়ায় কার লাভ, কার ক্ষতি
যা আছে খসড়া পুন:বিন্যাসে
সীমানা নির্ধারণে দাবি-আপত্তির সুযোগ ১১ দিন
তিতাসে ১৫ দিন যাবৎ দলিলের নকল সরবরাহ বন্ধ : ভোগান্তি দুই হাজার গ্রাহক
কুঁচিয়া বিক্রির টাকায়সংসার চলে নরেশের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মহাসড়কের কুমিল্লায় ডাকাত ও ছিনতাইকারীর আতঙ্ক
আসন বিন্যাসের খসড়ায় কার লাভ, কার ক্ষতি
কুমিল্লায় ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার
ভারতে অনুপ্রবেশের অপরাধে বাংলাদেশী যুবক আটক
দাউদকান্দিতে সরকারী মার্কেটের জায়গা অবৈধ দখলের মহোৎসব
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২