সোমবার
সকালে ঢাকা- চট্টগ্রাম রেলপথের কুমিল্লা রেলওয়ে স্টেশনের উত্তর পাশে
চট্টগ্রাম গ্রামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত (৬০)
এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যুর দুই দিন অতিবাহিত হলেও
পুলিশ এখনো পরিচয় সনাক্ত হয়নি। খবর পেয়ে ওইদিনে কুমিল্লা রেলওয়ে পুলিশ
ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা মোল্লা সঙ্গীয় ফোর্স সহ লাশ উদ্ধার করে।
কুমিল্লা
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা মোল্লা জানান সোমবার ২৮ জুলাই
সকাল ৯.৫৫ মিনিটে কুমিল্লা শাসনগাছা রেল ক্রসিং এর দক্ষিণ পাশে স্টেশন
সংলগ্নে রাস্তা পারা পারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গ্রামী সোনার
বাংলা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির হয়। নিহত
ব্যক্তির বয়স ৬০ বছর।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল
রানা মোল্লা আরও জানান লাশ উদ্ধার করে কুমিল্লা সিআইডি ও পি বি আই কে অবহিত
করেছি নিহতের পরিচয় সনাক্তের জন্য। সোমবার দুপুর ১ টা পর্যন্ত কুমিল্লা
সিআইডির এস আই নাজমুল হাসান চৌধুরীর নেতৃত্বে একটি টিম লাশটির পরিচয়
সনাক্তে অব্যহৃত রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান দুই দিন অতিবাহিত হলেও
নিহতের পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে কুমিল্লা আঞ্জুমান মফিজুলের
মাধ্যমে লাশ দাফন করা হয়েছে।