কুমিল্লা-৬
আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি
করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০
টাকা জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ বিষয়ে তাদের
বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে
সিআইডি।
সোমবার (২৮ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক
সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা
সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা সংঘবদ্ধ প্রতারণা,
জাল-জালিয়াতি, কমিশন এবং হুন্ডির মাধ্যমে অর্থ গ্রহণসহ বিভিন্ন দেশে অর্থ
পাচার করেছেন। এসব অভিযোগে বর্তমানে ১৭টি ব্যাংকের ৫৩টি অ্যাকাউন্টে থাকা
১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা ফ্রিজ করা হয়েছে।
আকম বাহাউদ্দিন
বাহার ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডির
ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধান চলমান রয়েছে। এ ব্যাপারে
মানিলন্ডারিং আইনে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাহাউদ্দিন বাহার
২০০৮ সাল থেকে টানা চার বার নৌকার মনোনয়নে কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি
করপোরেশন ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মহানগর
আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন।
অপরদিকে তার বড় মেয়ে ও মহানগর
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সূচনা ২০২৪ সালের ৯ মার্চ উপনির্বাচনে
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন।
গত বছরের ৫ অগাস্ট
আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাহারের বাসভবন, মহানগর
আওয়ামী লীগ অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল লুটপাট চালায়। বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের মিছিলে সশস্ত্র হামলা ও গুলির
অভিযোগে বাহার ও সূচনার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
ক্ষমতার
পটপরিবর্তনের পর থেকে বাহার ও তার মেয়ের হদিস মিলছে না। গত বছরের ১১
নভেম্বর বাহার ও তার স্ত্রী-ছেলেমেয়েদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে
আদালত।
পরবর্তীতে গত ১৭ এপ্রিল কুমিল্লার সাবেক সংসদ সদস্য (এমপি) আ ক ম
বাহাউদ্দিন বাহারের নামে মনোহরপুরে থাকা ৩৮ লাখ টাকা মূল্যের ১৫ শতক জমি ও
১৬ কোটি টাকা মূল্যের কুমিল্লার বাড়ি জব্দের আদেশ দেন আদালত। ঢাকা মহানগর
দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ
আদেশ দেন। একই সঙ্গে বাহার ও তার স্বার্থসংশ্লিষ্ট ২৯টি ব্যাংক হিসাব
অবরুদ্ধের আদেশও দেওয়া হয়েছে।
এর আগে গত ১১ নভেম্বর আদালত বাহাউদ্দিন
বাহার, তার স্ত্রী মেহেরুনন্নেছা বাহার, বড় মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের
সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা ও ছোট মেয়ে আয়মান বাহারের দেশত্যাগে
নিষেধাজ্ঞা দেন আদালত।
পরে ৩ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র
তাহসীন বাহার সূচনার ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব
হিসাবে ৩ কোটি ৩ লাখ ২৫ হাজার ৬৩৫ টাকা রয়েছে। একই সঙ্গে ৩২ লাখ টাকা
মূল্যের জমিসহ ১৪৭৪ বর্গফুটের ফ্ল্যাট জব্দের আদেশও দেন আদালত।
১১ মার্চ
বাহার ও তার স্ত্রী মেহেরুন্নেছা বাহারের নামে ঢাকার উত্তরায় থাকা দুটি
ফ্ল্যাট জব্দের আদেশও দেন আদালত। একই সঙ্গে তাদের নামে বিভিন্ন ব্যাংকে
থাকা চারটি হিসাবের ৩৯ লাখ ৯৫ হাজার ২৬৭ টাকা অবরুদ্ধ করা হয়েছে।