বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
১৬ শ্রাবণ ১৪৩২
জাতীয় উশু প্রতিযোগিতা শুরু বুধবার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১:৩৬ এএম আপডেট: ২৪.০৭.২০২৫ ২:১৭ এএম |



 জাতীয় উশু প্রতিযোগিতা শুরু বুধবার

বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে বুধবার শুরু হচ্ছে উশুর অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ১৮তম জাতীয় উশু প্রতিযোগিতা। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৭ জুলাই পর্যন্ত।
প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে বৃহস্পতিবার সকাল ১১টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম।
এবারের জাতীয় প্রতিযোগিতায় সেনা, পুলিশ, আনসার ও ভিডিপি, বিকেএসপিসহ মোট ২৮টি দলের ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন।
পুরুষ ও নারী মিলিয়ে মোট ২৭টি স্বর্ণপদক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে সান্দা ফাইট ইভেন্টে ১৯টি ইভেন্ট (পুরুষ ১০, নারী ৯টি) এবং তাওলু ইভেন্টে ৮টি ইভেন্ট (পুরুষ ৪, নারী ৪টি)। সবমিলিয়ে বিজয়ীদের মাঝে ১০৮টি পদক (স্বর্ণ, রৌপ্য ও তাম্র) বিতরণ করা হবে।
এবারের বিশেষ আকর্ষণ হিসেবে স্বর্ণপদক জয়ী ২৭ জন খেলোয়াড়কে প্রাণ গ্রুপের সৌজন্যে ইলেকট্রনিক পণ্য উপহার দেওয়া হবে। দলীয় ইভেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফি প্রদান করা হবে। এছাড়াও প্রতিটি অংশগ্রহণকারীকে টিশার্ট এবং সনদপত্র প্রদান করা হবে। ফেডারেশনের পক্ষ থেকে সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের থাকা ও খাওয়ার পূর্ণ ব্যবস্থা করা হয়েছে।
সমাপনী অনুষ্ঠান ২৭ জুলাই (রোববার) বিকেল ৪টায়, একই ভেন্যুতে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লী শাওপেং।
বাংলাদেশ উশু ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিফু দিলদার হাসান দিলু বলেন, 'আমাদের লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ক্রীড়াবিদদের প্রস্তুত করা। বিশেষ করে ইসলামিক সলিডারিটি গেমস ও সাউথ এশিয়ান গেমসের মতো টুর্নামেন্টকে সামনে রেখে আমরা প্রস্তুতির নিচ্ছি। এই প্রতিযোগিতা থেকেই সামনের আন্তর্জাতিক প্রতিযোগিতার খেলোয়াড় খুঁজে বের করা হবে।'
এই প্রতিযোগিতা শুধু পদক জয়ের লড়াই নয়, বরং এটা ভবিষ্যতের উশুর প্রতিভাবান তারকা খুঁজে বের করার দারুণ সুযোগ।
উল্লেখ্য, আগামী ১ আগস্ট থেকে মিরপুর ক্রীড়া পল্লীতে উশুর আবাসিক ক্যাম্প শুরু হতে যাচ্ছে। জাতীয় উশু প্রতিযোগিতায় যারা স্বর্ণ ও রোপ্য পদক পাবেন তাদেরকে উক্ত ক্যাম্পের জন্য বাছাই করা হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আসন বিন্যাসের খসড়ায় কার লাভ, কার ক্ষতি
যা আছে খসড়া পুন:বিন্যাসে
সীমানা নির্ধারণে দাবি-আপত্তির সুযোগ ১১ দিন
তিতাসে ১৫ দিন যাবৎ দলিলের নকল সরবরাহ বন্ধ : ভোগান্তি দুই হাজার গ্রাহক
কুঁচিয়া বিক্রির টাকায়সংসার চলে নরেশের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আসন বিন্যাসের খসড়ায় কার লাভ, কার ক্ষতি
মহাসড়কের কুমিল্লায় ডাকাত ও ছিনতাইকারীর আতঙ্ক
কুমিল্লায় ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার
দাউদকান্দিতে সরকারী মার্কেটের জায়গা অবৈধ দখলের মহোৎসব
ভারতে অনুপ্রবেশের অপরাধে বাংলাদেশী যুবক আটক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২