বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
১৬ শ্রাবণ ১৪৩২
ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের ৯দাবি
অধ্যক্ষকে আল্টিমেটাম
আবু সুফিয়ান
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১:৪৪ এএম আপডেট: ১১.০৭.২০২৫ ২:১৯ এএম |



 ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের  ৯দাবিবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী তামিমের ওপর নির্যাত চালানো শিক্ষার্থীদের চিহ্নিত করে সুষ্ঠু বিচার ও জুলাইয়ে আহতদের গেজেটে অন্তর্ভুক্ত করার দাবী জানিয়েছেন সম্মিলিত শিক্ষার্থী পরিষদ। একই সঙ্গে তারা কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে ছাত্র সংসদ নির্বাচনসহ মোট ৯টি দাবী তোলে ধরেন। এসব দাবী আদায় না হলে শিক্ষার্থীরা তীব্র আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন।  
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ক্যাম্পাসের হৃদয় বাংলাদেশ চত্ত্বরে এক সংবাদ সেম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে আলা উদ্দিন আনাফ এসব দাবী তোলে ধরেন।
দাবী সমুহের মধ্যে রয়েছে, ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি শাখা শিক্ষার্থীদের জন্য আধুনিক ক্যাম্পাস স্থাপন, ক্যাম্পাসে সিসিটিভি স্থাপন ও রাতের বেলায় পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করে নিরাপত্তা জোরদার করা, বহিরাগত, মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে পুলিশ ফাঁড়ি স্থাপন, পর্যাপ্ত নিজস্ব বাস ও মাইক্রোবাস সার্ভিস চালু করে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করা, আবাসিক হল বৃদ্ধি ও ক্যাম্পাসের জলাবদ্ধতা স্থায়ী ভাবে নিরসন, সুপেয় পানি, ওয়াশরুম স্থাপন এবং আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, কলেজের সামাজিক ও সাংস্কৃতিক ৯টি সংগঠনের কার্যক্রম বৃদ্ধির লক্ষে কলেজ কর্তৃক ফান্ড গঠন কারা এবং আয় ব্যয়ের স্বচ্ছতা কলেজ ওয়েবসাইটে প্রকাশ করা। 
অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র আলা উদ্দিন আনাফ আরো বলেন, উল্লেখিত দাবী সমুহ নিয়ে বহুবার কলেজ অধ্যক্ষসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। এতে কাজের কাজ কোন কিছুই হয়নি। আমরা তাদেরকে বলতে চাই আগামী দুই কার্য দিবসের মধ্যে নয় দাবীর সুস্পষ্ট রোড ম্যাপ দিতে হবে এবং সে অনুসারে পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে হবে। এই ক্ষেত্রে কলেজ প্রশাসন যদি রোড ম্যাপ ও দাবী ব্যাস্তবায়নে কোন পদক্ষেপ গ্রহণ না করে, সেই ক্ষেত্রে সকল শিক্ষার্থী মিলে তীব্র আন্দোলনের ডাক দেওয়া হবে।
এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঞা বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক তামিম সহ মোট ৮ জন ছাত্রের তালিকা আঞ্চলিক পরিচালকের মাধ্যমে পাঠানো হয়েছে। কি কারণে তার নাম আসেনি, সেই বিষয়ে আমি বলতে পারছিনা। ছাত্রসংসদ নির্বাচন সময় সাপেক্ষ বিষয়। যেখানে এখনো সরকারের পক্ষ থেকে কোন নির্বাচন করতে পারেনি, সেখানে আমি কি ভাবে করবো? এছাড়া অন্যান্য দাবীগুলো জেনে পরবর্তীতে কথা বলবো।



















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আসন বিন্যাসের খসড়ায় কার লাভ, কার ক্ষতি
যা আছে খসড়া পুন:বিন্যাসে
সীমানা নির্ধারণে দাবি-আপত্তির সুযোগ ১১ দিন
তিতাসে ১৫ দিন যাবৎ দলিলের নকল সরবরাহ বন্ধ : ভোগান্তি দুই হাজার গ্রাহক
কুঁচিয়া বিক্রির টাকায়সংসার চলে নরেশের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মহাসড়কের কুমিল্লায় ডাকাত ও ছিনতাইকারীর আতঙ্ক
কুমিল্লায় ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার
ভারতে অনুপ্রবেশের অপরাধে বাংলাদেশী যুবক আটক
বাঙ্গরায় ট্রিপল মার্ডার বিএনপি নেতা গ্রেফতার
আসন বিন্যাসের খসড়ায় কার লাভ, কার ক্ষতি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২