বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
১৬ শ্রাবণ ১৪৩২
ব্রাহ্মণপাড়ায় এক মাদকসেবীর কারাদণ্ড ও যানজট সৃষ্টির দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১:৪৪ এএম আপডেট: ১১.০৭.২০২৫ ২:১৯ এএম |



 ব্রাহ্মণপাড়ায় এক মাদকসেবীর  কারাদণ্ড ও যানজট সৃষ্টির দায়ে  ভ্রাম্যমান আদালতে জরিমানাইসমাইল নয়ন।। 
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক মাদক সেবীকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া একটি ট্রাক একটি পিকআপ ও তিন মোটরসাইকেল আরোহীকে ভোক্তা অধিকার আইনসহ বিভিন্ন আইনে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল ১০ জুলাই (বৃহস্পতিবার) উপজেলার বিভিন্ন স্থানে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। এসময় সহকারী কমিশনার ভূমি ফারহানা পৃথা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান উপজেলা শশীদল ইউনিয়নের তেতাভূমি সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবনের দায়ে এক জনকে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ৩ টি মোটরসাইকেল আরোহী কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়
অপরদিকে ব্রাহ্মণপাড়া বাজার সংলগ্ন রাস্তায় অবৈধ অনুপ্রবেশের দ্বারা যানজট সৃষ্টির দায়ে একটি ট্রাক ও একটু পিক আপক চালককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দুটি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ব্রাহ্মণপাড়ার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান, (কুমিল্লা - বাগড়া) সড়কের লোহারপুর এলাকার রাস্তার গর্ত ভরাট ও মেরামত করার কাজে তদারকি করেন এবং বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসারের একটি দল উপস্থিত থেকে সহযোগীতা করেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আসন বিন্যাসের খসড়ায় কার লাভ, কার ক্ষতি
যা আছে খসড়া পুন:বিন্যাসে
সীমানা নির্ধারণে দাবি-আপত্তির সুযোগ ১১ দিন
তিতাসে ১৫ দিন যাবৎ দলিলের নকল সরবরাহ বন্ধ : ভোগান্তি দুই হাজার গ্রাহক
কুঁচিয়া বিক্রির টাকায়সংসার চলে নরেশের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মহাসড়কের কুমিল্লায় ডাকাত ও ছিনতাইকারীর আতঙ্ক
কুমিল্লায় ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার
ভারতে অনুপ্রবেশের অপরাধে বাংলাদেশী যুবক আটক
আসন বিন্যাসের খসড়ায় কার লাভ, কার ক্ষতি
বাঙ্গরায় ট্রিপল মার্ডার বিএনপি নেতা গ্রেফতার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২