চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে জান্নাতুল ফেরদৌস প্রকাশ
মরিয়ম(৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে মুন্সিরহাট ইউনিয়নের খিরণশাল
গ্রামের লোকমান হোসেনের মেয়ে ও স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণীর
শিক্ষার্থী। সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের বোন উম্মে সায়মা
আক্তার নিপা।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জান্নাতুল ফেরদৌস সোমবার
সকালে মায়ের কাছে মোবাইল চাইলে মা তাকে পড়তে বলেন। এতে জান্নাতুল ফেরদৌস
অভিমান করে ঘরের মূল ফটকের কলাপসিবল গেইট ধরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর
তাকে গেইটে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে দুপুর বেলায়
বাড়ির পাশের পুকুরে তাঁর লাশ ভেসে উঠে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
জরুরী বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন, সোমবার দুপুরে স্বজনরা জান্নাতুল
ফেরদৌস নামে শিশুকে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে
আনার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে।