কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭৬ কোটি ১০ লাখ টাকার
বাজেট পাশ হয়েছে। সোমবার সকালে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ১০৪তম সিন্ডিকেট সভায় এ
বাজেট সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।
বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের
ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। তিনি জানান, প্রস্তাবিত বাজেট
চাহিদা ছিল ৯২ কোটি ৭০ লাখ ৪২ হাজার টাকা, তবে ইউজিসি ও অভ্যন্তরীণ আয়
বিবেচনায় অনুমোদিত হয়েছে ৭৬ কোটি ১০ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পাওয়া যাবে ৬৯ কোটি টাকা এবং ৭
কোটি ১০ লাখ টাকা আসবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে।
বাজেটে
সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বেতন-ভাতা ও পেনশন খাতে-৭৬ কোটি টাকার মধ্যে
৬২.৭৫ শতাংশ যাবে এই খাতে। পণ্য ও সেবা খাতে ২৬.৪৯ শতাংশ, গবেষণায় মাত্র
৩.৮৫ শতাংশ এবং মূলধন অনুদানে বরাদ্দ রাখা হয়েছে ৬.৯১ শতাংশ। গবেষণা খাতে
বরাদ্দ পাওয়া গেছে ২ কোটি ৯৩ লাখ টাকা, যা গত অর্থবছরের (২০২৪-২৫) তুলনায়
৩২ লাখ টাকা বেড়েছে।
সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য প্রফেসর ড. মো: হায়দার আলী। তিনি বলেন, “বাজেটের প্রতিটি খাত
যথাযথ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ব্যবহৃত হবে।”
ট্রেজারার প্রফেসর
সোলায়মান বলেন, “২০০৭-০৮ অর্থবছরে যেখানে কুবির বাজেট ছিল মাত্র ১ কোটি ১০
লাখ টাকা, সেখানে আজকের বাজেট ৭৬ কোটিতে উন্নীত হয়েছে। এটি আমাদের একটি বড়
অর্জন। তবে চাহিদার তুলনায় ইউজিসির অনুদান এখনও অপর্যাপ্ত। আমরা তাদের
সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।”
সভায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য
প্রফেসর ড. মাসুদা কামাল, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক প্রতিনিধি, শিক্ষা
বোর্ডের চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রমুখ।