কুমিল্লায়
বিপুল পরিমাণ ইয়াবা ও ৩০ লাখ টাকাসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী।কুমিল্লা
আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের শুভপুর এলাকায় অভিযান চালিয়ে রিয়াজ
(৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। মোঃ রিয়াজ শুভপুর এলাকার মৃত. আলী
মিয়ার ছেলে।
সোমবার (৩০ জুন) দুপুরে সেনাবাহিনী কুমিল্লা সদর ক্যাম্প
(২৩ বীর) এর পক্ষ থেকে প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগের দিন
২৯ জুন রাতে সাধারণ মানুষের সহযোগিতা ও তথ্যের ভিত্তিতে এ অভিযানটি
পরিচালনা করে সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, কুমিল্লা আদর্শ
সদর উপজেলা পাঁচথুবী ইউনিয়নের শুভপুর এলাকায় গোমতী নদীর দক্ষিণ পাড়ের আইলের
রাস্তার দক্ষিণ পাশে মৃত. আলী মিয়ার বাড়ির সামনে অবস্থিত একটি দোকানের
ভিতরে একটি চালের ড্রামের মধ্যে রাখা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা- এমন তথ্যের
ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরবর্তীতে একই ব্যক্তির মায়ের খাটের
নিচ থেকে উদ্ধার করা হয় নগদ অর্থ। অভিযানে মোট দু হাজার ৯৫০ টি ইয়াবা, নগদ
৩০ লাখ টাকা, ৬টি দেশীয় তৈরি দা ও চাপাতি জব্দ করা হয়েছে।
অভিযানের সময়
এক ব্যক্তি পালিয়ে যায় উল্লেখ করে সেনাবাহিনী জানিয়েছে- পলাতক আসামি ঢাকা
মোহাম্মদপুর এলাকার বিহারী ক্যাম্পের সামনের মৃত শামীমের ছেলে মোহাম্মদ
রাশেদ (৩৫)।
সেনাবাহিনী জানায় , এই ধরনের অভিযানে সাধারণ জনগণের সক্রিয়
অংশগ্রহণ ভবিষ্যতেও মাদকবিরোধী লড়াইয়ে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আসামির
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে
অভিযান অব্যাহত রয়েছে।