মঙ্গলবার ১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
উপজেলার ক্রিকেটারদেরও ডাটাবেজের আওতায় আনা হবে: বিসিবি সভাপতি
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১২:৫৬ এএম আপডেট: ৩০.০৬.২০২৫ ১:৪৯ এএম |





 উপজেলার ক্রিকেটারদেরও ডাটাবেজের আওতায় আনা হবে: বিসিবি সভাপতি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, ‘প্রতিটি উপজেলা পর্যায়ের ক্রিকেটারদেরও ডাটাবেজের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। যেখানে ব্যাটার-বোলার থেকে শুরু করে প্রতিটি খেলোয়াড়ের তথ্য থাকবে।’
রোববার দুপুর ১২টায় বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ২৫ বছর (রজতজয়ন্তী) উপলক্ষে বরিশাল জীবনানন্দ দাস স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা পর্যায়ে ক্রিকেটারদের নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা চেষ্টা করছি বাংলাদেশের প্রতিটি উপজেলার খেলোয়াড়দের ডাটাবেজ বোর্ডের সিস্টেমের কাছে থাকবে। জেলার কোচরা প্রতিটি উপজেলার খেলোয়াড়দের চিনবে, কতজন লেগ স্পিনার রয়েছে, কতজন পেসার রয়েছে, কতজন ব্যাটার রয়েছে তা তারা জানবে। জেলা কোচ সবকিছু বিভাগের কাছে রিপোর্ট করবে, যে তার কোন উপজেলায় কতজন ক্রিকেটার খেলছে। আর সব জেলা মিলিয়ে যখন একটি শক্তিশালী বিভাগীয় দল হবে, তখন আর কাউকে ঢাকার দিকে তাকিয়ে থাকতে হবে না। আমরা চাই বরিশালের প্রতিটি খেলোয়াড় বরিশালের সিস্টেমের মাধ্যমে বরিশালকে রিপ্রেজেন্টেশন করুক।’
তিনি বলেন, ‘বিভাগীয় পর্যায়ের হেডকোয়ার্টারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছোট একটি অফিস থাকবে, যেখানে একজন ক্রিকেটের প্রধান থাকবেন এবং তার অধীনে একজন হাই পারফরম্যান্স কোচ থাকবে। এখানে যত ধরনের ক্রিকেট হবে সব তার তত্ত্বাবধানে হবে। তবে আমরা নরমাল ক্রিকেট গ্রোথকে ডিস্টার্ব করবো না।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমি ২৯ দিন হয়েছে ক্রিকেট বোর্ডে এসেছি, এখনই আমি কোনো প্রতিশ্রুতি দিতে পারবো না। তবে এখানে বিপিএল হলে যোগাযোগ ব্যবস্থার কারণে এ স্টেডিয়ামের গ্যালারি ফুল হয়ে যাবে, এটা বলতে পারি। এজন্য আমি ক্রিকেট বোর্ডকে স্ট্রংলি বলতে পারবো। এ মাঠ উন্নয়ন করে বরিশালকে কীভাবে আরও অ্যাকটিভ ক্রিকেট বিভাগ হিসেবে পরিচালনা করতে পারি সে জন্য চেষ্টা করছি আমরা।’
১০-১৫ বছর বরিশালে লিগ হচ্ছে না, এজন্য আক্ষেপ প্রকাশ করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘লিগ না হলে একটি ছেলের সাথে আপনি অবিচার করছেন। সোহাগ গাজী, কামরুল ইসলাম রাব্বিসহ এখানকার খেলোয়াড়দের নিয়ে আমরা গর্ব করি; কিন্তু খেলা না হওয়ার কারণে কত হাজার ক্রিকেটার নষ্ট করে ফেলেছি সেটা ভেবে আমরা লজ্জা পাই না! এখানে ক্রিকেট কোচিং কোর্স হয় না, আম্পায়ার কোচিং কোর্স, কিউরেটর কোচিং কোর্স হয় না। তবে ছোট ক্রিকেট বোর্ডের যে অফিস হবে এখানে সেটার মাধ্যমে এ কাজগুলো ইনশাআল্লাহ করা হবে। এজন্য বরিশালবাসীর সবার সহযোগিতা প্রয়োজন হবে।’ 
বরিশাল কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধনকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের পাশাপাশি বরিশালের বিভাগীয় কমিশনার কাউসার রায়হান, জেলা ও মহানগর ক্রীড়া সংস্থার নেতারা উপস্থিত ছিলেন। 
২৫ বছর পূর্তি উপলক্ষে অনূর্ধ্ব-১২ বালক-বালিকাদের সিক্স-এ সাইড ক্রিকেট, পেস হান্টিং, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রিকেট অনুরাগী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিকেলে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।














সর্বশেষ সংবাদ
ভিডিও ছড়িয়ে দেওয়াই ছিলো নিপীড়নকারীদের উদ্দেশ্য?
পর্নোগ্রাফি মামলার আসামিদের রিমান্ডে চায় পুলিশ
কুমিল্লায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
সেনাবাহিনীর অভিযান কুমিল্লায়৩ হাজার ইয়াবা ও ৩০ লাখ টাকাসহ আটক ১
এবি পার্টি মহানগরের উদ্যোগে চাউল বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চালের ড্রাম ছিলো ৩ হাজার ইয়াবা ও ৩০ লাখ টাকা; জব্দ করল সেনাবাহিনী
লালমাইয়ে দুই মাদকসেবীকে সাজা
ভিডিও ছড়িয়ে দেওয়াই ছিলো নিপীড়নকারীদের উদ্দেশ্য?
কে এই ফজর আলী
অভিযুক্ত ফজর আলীসহ গ্রেপ্তার ৫
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২