জাতীয়
স্টেডিয়ামে প্রবাসীদের ট্রায়াল কার্যক্রম শেষ। জাতীয় দলের স্পেনিশ হেড কোচ
হ্যাভিয়ের ক্যাবরেরা ডাগ আউট থেকে উঠছেন কেবল। তখনই গ্যালারীতে সমর্থকদের,
'ভুয়া, ভুয়া’ স্লোগান। সময়ের সঙ্গে এটা আরো তীব্র হয়।
তিন বছরের বেশি
সময় ক্যাবরেরা বাংলাদেশে কোচিং করাচ্ছেন। দর্শকদের বিরুপ মন্তব্য তিনি
স্বাভাবিকভাবেই আচ করতে পেরেছেন। ফলে হাটার গতি খানিকটা বাড়ান। সমর্থকদের
এমন মন্তব্যের পর কোচের প্রতিক্রিয়া নেয়ার চেষ্টা করেছিল মিডিয়া। তিনি সেটা
গতানুগতিকভাবে এড়িয়ে গেছেন।
ক্যাবরেরা চলে যাওয়ার পরও সমর্থকদের 'ভুয়া'
স্লোগান মিনিট পনেরো অব্যাহত ছিল। প্রবাসী ফুটবলারদের ট্রায়াল কার্যক্রম
শেষে সনদ প্রদান অনুষ্ঠান ছাপিয়ে 'ভুয়া' স্লোগান বড় হয়েছিল। সমর্থকরা ভুয়ার
পর, 'সিন্ডিকেট কবর দে’, 'জিকো, জিকো’ আওয়াজ তুলেছেন কয়েকবার।
প্রবাসী
ফুটবলাররা নিজেদের মধ্যে দুই ভাগ করে প্রস্তুতি ম্যাচ খেলেছেন। এই ম্যাচ
দেখতে গ্যালারীতে প্রায় পাঁচশ দর্শক এসেছিলেন। তারা সেই খেলার পর জাতীয়
দলের স্পেনিশ কোচের সমালোচনা শুরু করেন। এক সমর্থক উত্তেজিত কন্ঠে বলেন,
'আমরা হ্যাভিয়ের ক্যাবরেরাকে চাই না। সে সিন্ডিকেট করে।’ আরেক সমর্থক বলেন,
'সিঙ্গাপুর ম্যাচে ব্যর্থতার জন্য কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাই দায়ী। তাকে
আমরা চাই না।’
১০ জুন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের পরের দিনই স্পেন উড়াল
দেন ক্যাবরেরা। সপ্তাহ দু’য়েক পর প্রবাসী ফুটবলারদের ট্রায়াল উপলক্ষ্যে
আবার ঢাকায় এসেছেন। তিনি তিন দিনের এই ট্রায়ালের পর্যবেক্ষক ছিলেন। প্রথম
দুই দিন ক্লোজড ডোর ছিল। আজই প্রথম সিঙ্গাপুরের ম্যাচের পর সমর্থকরা
ক্যাবরেরাকে কাছে পেয়েছিলেন। নিজেদের রাগ উগরে দিয়েছেন ‘ভুয়া, ভুয়া’
ধ্বনিতে।