প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার মনোহরপুরে সেবনের অপরাধে দুই যুবককে অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রবিবার
(২৯ জুন) বিকেলে লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা এই আদেশ দেন। ভ্রাম্যমান আদালতকে
সহযোগিতা করেন লালমাই থানার উপ-পরিদর্শক আবু তাহের।
দণ্ডপ্রাপ্তরা হলেন,
উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের মনোহরপুর পশ্চিম পাড়ার মোবারক হোসেনের
ছেলে মেহেদী হাসান শাকিল( ২৩) ও কোনার পাড়ের বিল্লাল হোসেনের ছেলে ওমর
ফারুক অপু (২১)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বাগমারা
উত্তর ইউনিয়নের মনোহরপুর পশ্চিম পাড়ায় রবিবার দুপুরে গাঁজা সেবনের সময় ওই
দুই যুবককে ধাওয়া করে আটক করে গ্রামবাসী। খবর পেয়ে লালমাই উপজেলা নির্বাহী
অফিসার ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্য ও
অভিযুক্তদের অপরাধের স্বীকারোক্তি পেয়ে ইউএনও ভ্রাম্যমান আদালত পরিচালনা
করে মেহেদী হাসান কে এক বছর ও ওমর ফারুক কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ
উভয়কে এক হাজার টাকা করে অর্থদণ্ডাদেশ দেন।
লালমাই থানা অফিসার ইনচার্জ
মো : শাহ আলম, গ্রামবাসীর সংবাদের ভিত্তিতে মাদক সেবন করার সময় দুই
মাদকসেবীকে আটক করতে সক্ষম হই। পরে নির্বাহী ম্যাজিট্রেট ভ্রাম্যমাণ আদালতে
তাদের অর্থদণ্ডসহ সাজা প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।