মঙ্গলবার ১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
বিদেশি কোম্পানির অধীনে বিপিএল, ফ্র্যাঞ্চাইজি নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১:২৭ এএম আপডেট: ০১.০৭.২০২৫ ২:০৮ এএম |

  বিদেশি কোম্পানির অধীনে বিপিএল, ফ্র্যাঞ্চাইজি নিয়ে নতুন সিদ্ধান্ত
ছয় ঘণ্টারও বেশি সময় ধরে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের মিটিং।
সোমবার (৩০ জুন) বিকেল থেকে শুরু হওয়া এই মিটিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। তার মধ্যে অন্যতম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে নানা সিদ্ধান্ত।
জানা গেছে, আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
প্রায় প্রতি আসরেই নানা বিতর্কের সঙ্গী ছিল বিপিএল। এবার সেগুলো থেকে বেরিয়ে আসতে বিদেশি স্পোর্টস ম্যানেজমেন্ট কমিটির অধীনে বিপিএল পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ড মিটিং শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘‘আমরা অভিজ্ঞ ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দেব, যাদের অভিজ্ঞতা রয়েছে।”
ফ্র্যাঞ্চাইজি সংখ্যা এখনো ঠিক হয়নি। তবে যারাই ফ্র্যাঞ্চাইজি হিসেবে আসবে তাদেরকে পাঁচ বছরের জন্য মালিকানা দেওয়া হবে বলেও জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান।
স্বচ্ছতা আনার জন্য বিপিএল আয়োজক কমিটিতে বোর্ডের বাহিরের কাউকে রাখার সিদ্ধান্তও নিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজি বাছাই প্রক্রিয়া কঠোর করতে যাচ্ছে। নানা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। এছাড়া, বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বিখ্যাত আম্পায়ার সায়মন টাফেলের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে। তিনি দেশের আম্পায়ারদের প্রশিক্ষণ দেবেন।
আসন্ন ভারত সিরিজ নিয়ে ধোঁয়াশার খবরও দিয়েছেন প্রেসিডেন্ট বুলবুল। তিনি বলেছেন, “বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চলছে সিরিজ নিয়ে। বিসিসিআই অপেক্ষা করছে ভারত সরকারের অনুমোদনের।’’  













সর্বশেষ সংবাদ
ভিডিও ছড়িয়ে দেওয়াই ছিলো নিপীড়নকারীদের উদ্দেশ্য?
পর্নোগ্রাফি মামলার আসামিদের রিমান্ডে চায় পুলিশ
কুমিল্লায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
সেনাবাহিনীর অভিযান কুমিল্লায়৩ হাজার ইয়াবা ও ৩০ লাখ টাকাসহ আটক ১
এবি পার্টি মহানগরের উদ্যোগে চাউল বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চালের ড্রাম ছিলো ৩ হাজার ইয়াবা ও ৩০ লাখ টাকা; জব্দ করল সেনাবাহিনী
লালমাইয়ে দুই মাদকসেবীকে সাজা
কে এই ফজর আলী
অভিযুক্ত ফজর আলীসহ গ্রেপ্তার ৫
ভিডিও ছড়িয়ে দেওয়াই ছিলো নিপীড়নকারীদের উদ্দেশ্য?
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২