কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে আরাফাত (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল
বৃহস্পতিবার(১২ জুন) দুপুর সারে ১ টায় উপজেলা সদর ইউনিয়নের ধান্যদৌল
গ্রামের কালামুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আরাফাত ধান্যদৌল (কালামুড়িয়া)
গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। আরাফাত কালামুড়িয়া সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র। সে ১ বোন ১ ভাইয়ের মধ্যে ছোট।
নিহতের
স্বজনরা জানান, ঘটনার দিন দুপুর ১ টায় আরাফাত খেলার ছলে সবার অজান্তে বাড়ির
পশ্চিম পাশের পুকুরে পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি
করে না পেয়ে এক পর্যায়ে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় খুঁজে পায়। স্বজনেরা
তাকে তাৎক্ষণিক ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি
বিভাগের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক
ডাঃ তোফায়েল আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই শিশু আরাফাতের মৃত্যু
হয়েছে।