কুমিল্লায়
নানামুখী সেবার মানসিকতা নিয়ে কুমিল্লা মহানগরীর ইপিজেড-সংলগ্ন এলাকায়
মডার্ন ক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ মে) ফায়ার সার্ভিস অফিসের পাশেই নবনির্মিত
এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড.
সিদ্দিকুর রহমান উদ্বোধনকালে প্রতিষ্ঠানের মালিক ফয়েজ আহমেদ ও এর পিতা -
মাতা, শাশুড়ি, ও স্ত্রী সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে
বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণ্যমান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত
ছিলেন। আলহাজ ফরিদ আহমেদ বলেন, সেবার মনোভাব নিয়ে আমরা এই রেস্টুরেন্ট
কমিউনিটি সেন্টার ও পার্টি সেন্টারটি শুরু করেছি। সামান্য লাভে মানসম্মত
সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য।প্রতিষ্ঠানটির তিনতলা বিশিষ্ট এই ভবনে
রয়েছে আধুনিক নানা সুবিধা:
প্রথম তলায়: বাংলা খাবারের রেস্টুরেন্ট,
যেখানে মিলবে কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও, বিফ তেহারি, ভুনা খিচুড়ি, চিকেন
গ্রিল, শর্মা, তান্দুরি, শিক কাবাব, জুস কর্নার, মিষ্টি, বেকারি পণ্য, চা ও
কফি।
দ্বিতীয় তলায়: কমিউনিটি সেন্টার, পার্টি হল, ওয়েটিং রুম, ম্যানেজার অফিস এবং একটি ছোট মার্কেট।
তৃতীয় তলায়: ভিআইপি কনফারেন্স হল, চাইনিজ ও ইন্ডিয়ান খাবার, বারবিকিউ এবং ফাস্টফুড কর্নার।
বিনোদনের
জন্য থাকছে "হারানো দিনের গান" ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের জন্য ডিজিটাল
স্মার্ট প্রজেক্টর। এছাড়াও রয়েছে সুইমিং ও নৌকা ভ্রমণের সুযোগ।
পুরো
প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবে।
ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সুব্যবস্থাও রাখা
হয়েছে।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মুনাজাত করা হয় এবং প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।